বাধকের হোমিওপ্যাথি চিকিৎসায় আরোগ্য লাভকারী রোগীলিপি-৪
SM ID-5045;[CH-V-7; MV-4;]
নামঃ লি.... বেগম- বয়স- ১৭ বছর। স্বামীঃ আ...., গ্রাম - বেরীপটল, থানাঃ কালিহাতী, জেলাঃ টাংগাইল। তারিখঃ ২৬-১০-২০২১ ইং।
প্রধান সমস্যাঃ
২। পেটে গ্যাস আছে।
৩। প্রস্রাবের রাস্তায় চুলকানী আছে, গরম পানিতে উপশম।
৪। বাচ্চা হচ্ছে না।
ভয়ঃ সাপের ভয়, চোরের ভয়, ছেলে মানুষ দেখলে ভয় পায়।
আবহাওয়া কাতরতাঃ গরম কাতর, ঠান্ডা পানিতে গোসলে আরাম।
হাত-পাঃ পা জ্বালা করে, শীতের দিনে পা ফাটে। ডান পায়ের গোড়ালীতে বাক (জোয়াইরা) ধরে। দিনে বাড়ে।
চড়মঃ ঘাম বেশী, পাখার বাতাস চায়।
প্রস্রাবঃ গরম, জ্বালা আছে।
মলঃ স্বাভাবিক, দিনে ৩ বার হয়।
ঘুমঃ স্বাভাবিক
স্বপ্নঃ সাপ দেখে, অন্যের বাচ্চা হতে দেখে। ভুত দেখে।
লক্ষণাবলী পরযালোচনা করে তাকে Ustilego Midis 1M; Natrum Mure 0/2; Ars alb 0/2 + Agnust Cast Q দেয়া হয়েছিল।
পরে ২০২২ এর জুন মাসে এসেছিল নরমাল ডেলিভারীর ঔষধ নেয়ার জন্য। জুলাই, আগষ্টের ঔষধ নিয়েছিল, তার পর আর আসেনি।
গত ২৩/১২/২০২২ তারিখে তার মা এসে বলে ৯ দিন আগে মেয়ে বাচ্চা হয়েছে।