বইঃ " চিররোগের কারণ, তাদের বৈশিষ্ট্য ও তাদের হোমিওপ্যাথিক প্রতিকার"
লেখকঃ মূলঃ ডা. স্যামুয়েল হ্যানিম্যান,
অনুবাদঃ ডা. রেজাউল করিম (যিনি একই লেখকের অর্গানন অব মেডিসিন গ্রন্থের অনুবাদক)।
মূল্যঃ ৬৫০/- টাকা (কুরিয়ার ও বিকাশ খরচ আলাদা প্রযোজ্য)
একজন বাংলা ভাষাভাষী মানুষ হিসেবে বেশ গর্ব অনুভব হচ্ছে এই কারণে যে – হোমিওপ্যাথির আবিষ্কর্তা ডা. স্যামুয়েল হ্যানিম্যান এর অমর ”ক্রণিক ডিজিজ” গ্রন্থের অনুবাদ হয়েছে বাংলা ভাষায়, আর এ কাজটি সম্পাদন করেছেন বাংলাদেশের একজন প্রখ্যাত হোমিওপ্যাথ ডা. রেজাউল করিম। এর আগে ক্রণিক ডিজিজ গ্রন্থের আরো দুটি অনুবাদ প্রকাশিত হলেও সেগুলো বিস্তারিত ব্যাখা সম্বলিত না থাকা ও ভাষাগত দুর্বোধ্যতা থাকায় পাঠকদের সেভাবে প্রত্যাশা পুরণ করতে পারেনি। এবার আশা করা যাচ্ছে সে অভাব পুরণ হবে। মহান ডা. হ্যানিম্যান ১২ বছর গবেষণা করে চিররোগের চিকিৎসার জন্য যেসব জিনিস প্রকাশ বা আবিষ্কার করেছেন তাই তুলে ধরেছিলেন এই গ্রন্থে। ক্রণিক ডিজিজ সঠিকভাবে চিকিৎসা করা ছাড়া হোমিওপ্যাথি কল্পনা করা যায়না। মজার ব্যাপার হচ্ছে অনেকে হোমিওপ্যাথিকে ক্রণিক ডিজিজ চিকিৎসার জন্যই বিশেষভাবে পছন্দ করে থাকেন। তাই বাংলা ভাষাভাষী হোমিওপ্যাথদের জন্য এ বইয়ের প্রয়োজনীয়তা অপরীসীম।
একনজরে বইটির বিষয়সূচীঃ >> চিররোগের প্রকৃতি ও ভূমিকা >> ক্রিয়া-প্রতিক্রিয়া সম্পর্ক >> চিররোগের প্রকৃতি >> স্রষ্টার মহাদান >> উত্তম আরোগ্যের ঐতিহাসিক তথ্য >> সোরা সম্পর্কে প্রাথমিক ধারণা >> অধিকতর প্রাকৃতিক চিকিৎসা ব্যবস্থা >> রোগলক্ষণের প্রকাশ একটি ঐশ্বরীক বিধান >> আরোগ্যের গাণিতিক সূত্র >> হোমিওপ্যাথি ও জোড়ায় জোড়ায় সৃষ্টিতত্ত্ব >> রোগ ও সদৃশ ঔষধ একটি জোড়া >> মরিচ বুকাইলি >> কোনো ঔষধ অন্য ঔষধের বিকল্প হয় না >> সদৃশ তত্ত্বের মূলনীতি >> রোগের সঠিক ঔষধটিই সদৃশ হয় >> সদৃশ আরোগ্যনীতি আবিষ্কারের বিলম্বের কারণ >> হোমিওপ্যাথির প্রথম যুগ >> রোগের সাময়িক উপশমের কারণ >> একটি প্রশ্ন – আরোগ্য কেন টেকসই হয় না ? >> প্রশ্নের জবাব অনুসন্ধানে, ১৮১৬-১৮১৭ সন >> পূর্ণ গবেষণা – ১৮১৬-১৮২৭ সন (পাদটীকা) >> ব্যাধি রূপান্তরের দৃষ্টান্ত (পাদটীকা) >> স্থায়ী মায়াজম আবিষ্কারের পটভূমি >> সোরার পরিচয় >> “ইয়োসিনিয়া পেস্টিস” রোগজীবাণূ >> সোরা-অযৌন চিররোগের একটি সাধারণ নাম >> টাইফাস জ্বরে রাসটক্স ও ব্রায়োনিয়া >> চিররোগের সৃষ্টিকারী মায়াজম তিনটি >> সোরা মায়াজমের ইতিহাস >> কৃষ্ঠরোগীর জন্য পৃথক গৃহ >> সিফিলিসের আবির্ভাব >> স্থায়ী মায়াজমের মৌলিক পরিচয় >> সোরার ইতিহাস >> হ্যানিম্যানের ধর্মীয় চেতনা >> মানুষ রোগপ্রবণ >> সোরা একটি অযৌনব্যাধির সংক্রামক ভাইরাস >> হযরত আইয়ুব (আঃ) , হযরত মুসা (আঃ) এবং হযরত ঈসা (আঃ) দের সময়কাল >> কুষ্ঠরোগের ভয়াভয়তা >> সিফিলিসের আবির্ভাব (১৪৯৩ সন) >> সোরার আদিরূপ ও বিকশিত রূপ >> সোরার বাহ্যিক চিকিৎসার শুরু >> সোরার সর্বাধিক সংক্রামক রূপ বৃদ্ধির কারণ >> সোরার উদ্ভেদ অস্থিতিশীল, অনাদুটি অপেক্ষাকৃত স্থিতিশীল (পাদটীকা)>> সোরার বিকাশে চা ও কফির ভূমিকা >> কুষ্ঠের রূপ পরিবর্তনের ফলাফল >> খোঁচ-পাঁচরা চাপা দেওয়ার কুফল >> ব্যাধির দূরারোগ্যতা ব্যাধির মৌলিক চরিত্র নয় >> জীবনীশক্তির গুণাবলী >> সাইকোসিসে থুজা ও নাইট্রিক এসিড >> চর্মরোগ সম্পর্কে প্রথাগত ধারণা >> চর্মরোগ বার-বার প্রকাশের কারণ >> কেউ কি চুলকানি রোগে বার বার সংক্রমিত হয়? >> জীবনীশক্তির বুদ্ধি প্রশংসনীয় >> সোরার রূপান্তর সহজ, আরোগ্য কঠিন >> চর্মরোগ সম্পর্কে প্রাচীন চিকিৎসকদের সুধারণা >> চর্মরোগ সম্পর্কে আধুমিক চিকিৎসকদের ধারণা >> ক্রিষ্টিয়ান জাংকারের পর্যবেক্ষণ >> একজন গর্ভবতীর চর্মরোগ চাপা দেওয়ার কুফল >> সোরার মৌলিক পরিচয় >> সোরার রূপান্তর >> ধাত সম্পর্কে ডা. কেন্ট >> ডা. কেন্টের বক্তব্যের বঙ্গানুবাদ >> ডা. কেন্টের উক্তি পর্যালোচনা >> সোরার অগ্র-পশ্চাৎ রূপান্তর >> বিচিত্ররূপে সোরার রূপান্তরের কারণ >> চিররোগের অখন্ডরূপ আবিষ্কার করতে হবে >> হ্যানিম্যানের বিরুদ্ধে সমালোচনা >> সোরা সম্পর্কে অ্যালোপ্যাথিক দৃষ্টিভঙ্গি >> জীবনীশক্তি যে উদ্দেশ্যে সোরা ত্বকে প্রকাশ করে >> চর্মরোগ আভ্যন্তরীণ সোরার বিকল্প >> সংক্রামক ব্যাধির শ্রেণীবিন্যাস >> সংক্রমণ মুহুর্তের মধ্যে সংঘটিত হয় >> সংক্রমণের পর পরিপক্কতার কাল >> পাগলা কুকুড়ের কামড় >> শ্যাংকার ব্যাধির সংক্রমণ >> শ্যাংকার প্রকাশের আগেই গোটাদেহ পীড়িত হয় >> মায়াজমের সংক্রমণ প্রক্রিয়া >> “Crisis” এর মাধ্যমে অচিররোগের আরোগ্য >> স্থায়ী এবং অস্থায়ী মিয়াজমের মধ্যে প্রভেদ >> শ্যাংকার ব্যাধির সংক্রমণ, অতিরিক্ত আলোচনা >> জীবনীশক্তির অকাট্য প্রমাণ >> ক্রিয়া-প্রতিক্রিয়া তত্ত্ব >> সংক্রমণের ক্ষেত্রে সোরা, সিফিলিস ও সাইকোসিসের মধ্যে পার্থক্য >> সোরা ভাইরাসের সংক্রমণ ও বিকাশ >> সোরা মিয়াজমের গৌণ লক্ষণ সংক্রমিত হয় না >> শ্যংকার আভ্যন্তরীণ সিফিলিসের বিকল্প >> চর্মরোগের অপসারণ দূর্ভাগ্য বয়ে আনে >> চুলকানি রোগের বয়স বৃদ্ধিতে সঙ্কট বৃদ্ধি >> সোরায় সংক্রমিত হওয়ার আরো দুটি প্রক্রিয়া >> জন্মগত সোরা থেকে মুক্তি হওয়ার উপায় >> গর্ভবতীর চিকিৎসা প্রসঙ্গে ডা. কেন্টের উক্তি >> শিশুর জন্মগত ক্রটি চিকিৎসার জন্য ঔষধ >> দায়িত্বশীলদের দায়িত্বহীনতা ক্ষমার অযোগ্য >> সোরা, সিফিলিস ও সাইকোসিস সম্পর্কে ভূল ধারণা >> সেযব কারণে সোরা দীর্ঘদিন সুপ্ত থাকে >> চিররোগ দ্রুত বিকাশের কারণ >> তরুণ জ্বরের পর সোরার পুনরাবির্ভাব >> সোরার আকস্কিক বিস্ফোরণ >> সোরা তত্ত্বের পক্ষে বাস্তব উদাহরণ >> কপের মন্তব্য ও এর জবাব >> ডা. ভার্কোর বক্তব্য, বঙ্গানুবাদসহ , ব্যাখ্যা ও জীবনীশক্তির পরিচয় >> রোগ সম্পর্কে মহাত্মা হ্যানিম্যানের ধারণা >> ডা. সুসলারের উক্তি >> হোমিওপ্যাথির সাথে বায়োক্যামিষ্ট্রির প্রভেদ >> রোগ সম্পর্কে ডা. ক্লার্কের ধারণা >> চিররোগের আরোগ্য ও এর ব্যাখ্যা >> সাইকোসিস = আঁচিল ব্যাধি মূল প্রবন্ধ >> ”সাইকোসিস” প্রবন্ধের বঙ্গানুবাদ ও ব্যাখ্যা >> এছাড়াও অনেক বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে এ বইতে যা পোস্ট বড় হয়ে যাবে বিধায় দেয়া গেলনা।
আশা করি সকল হোমিওপ্যাথরা চিররোগ সম্পর্কে জানা ও সফলভাবে চিকিৎসা করার স্বার্থে বইটি অবশ্যই সংগ্রহ করবেন।