বাধকের হোমিওপ্যাথি চিকিৎসায় আরোগ্য লাভকারী রোগীলিপি-২
SM ID-4812 [MV-4; CHV-7] নামঃ মোছাঃ আ বেগম, বয়স -২৩ বছর। বিবাহিতা। ঠিকানা -..... , টাংগাইল।
তারিখ ঃ ১৪/০৬/২০২১ ইং।
প্রধান রোগলক্ষণঃ
২। প্রায়ই মাথা ব্যথা হয়, মাথার সাথে চোখ ব্যথা করে। চোখে আঘাত পেয়েছিল।
৩। শ্বাস কষ্ট আছে ৬ বছর যাবৎ, শীতকালে কষ্ট বাড়ে।
৪। হৃৎপিন্ডে চিড়িকমারা ব্যথা, দম বন্ধ হয়ে আসে। লোকসমাগম দেখলে বুক ধরফর করে।
৫। হেপাটাইটিস বি পজিটিভ।
৬। ১ম স্বামী ব্লাড ক্যান্সারে মারা গেছে ৪ বছর আগে। বর্তমান বিয়ে ৮ মাস যাবৎ। ১ম স্বামীর ১ কন্যা আছে। বর্তমান স্বামীর ঘরে বাচ্চা নেয়ার চেষ্টা চলছে কিন্তু কিছুই হচ্ছে না।
৭। চর্ম রোগ আছে। ডান পায়ে ও হাতে, বৃষ্টির দিনে বেশি হয়। সমস্ত শরীরে চুলকানি আছে।
মানসিক অবস্থাঃ রাগী স্বভাব, মায়া বেশি। "মনে হয় বাচব না"। ভয়ঃ রক্ত দেখে ভয় পায়।
খাদ্যঃ গোস্ত সহ্য হয় না।
পিপাসাঃ স্বাভাবিক।
আবহাওয়া কাতরতাঃ গরম কাতর।
মাসিকঃ নিয়মিত হয়। সাদাস্রাব ঘন, মাসিকের আগে হয়।
উদরঃ তলপেটে বামপাশে ব্যথা হয়।
মলঃ শক্ত, সকালে ১ বার হয়।
প্রস্রাবঃ কম।
ঔষধঃ
পর্যালোচনাঃ এটা মহান রাব্বুল আলামীনের খাস রহমত যে ৭ মাস বিভিন্ন স্থান হতে চিকিৎসা গ্রহণ করার পর হোমিওপ্যাথি চিকিৎসার দ্বারা বাচ্চা কনসেপ্ট হয়েছে। একজন হেপাটাইটিস পজিটিভ রোগী যার দ্বিতীয় স্বামীর ঘরে বাচ্চা হচ্ছে না, তাকে আল্লাহ বিভিন্ন রোগ লক্ষণ থেকে মুক্তি দিয়ে বাচ্চা ধারণ করিয়েছেন সে জন্য আলহামদুলিল্লাহ।
এখানে ডাঃ বার্ণেট এর মতামত অনুযায়ী ঔষধ প্রয়োগ করা হয়েছে, যেমন - " খুব শক্ত, চিরায়ত এবং জটিল রোগের বেলায় আপনার একটি ঔষধে চলবেনা, আপনার দরকার মইয়ের ধাপের মত একসারি ঔষধ, তার যে কোন একটি ঔষধ ঐ ধরনের রোগকে সাড়াতে পারবে না, কিন্তু প্রতিটি ঔষধ নিরাময়ের দিকে খানিকটা করে এগিয়ে দেবে এবং তাদের যুক্ত ক্রিয়া শেষ পর্যন্ত নিরাময় এনে দেবে।" পৃ-৩৫; হোমিও ঔষধে টিউমার নিরাময় ; প্রকাশক- আলীগড় লাইব্রেরী বাংলাদেশ, জানুয়ারি ২০০৫।