logo

HOMOEOPATHY DOCTOR

Infertility (বন্ধ্যাত্ব)চিকিৎসায় হোমিওপ্যাথি



বন্ধ্যাত্ব এমন একটি অবস্থা যখন স্বামী-স্ত্রী'র একাধিক প্রচেষ্ট সত্ত্বেও নারী গর্ভধারণ করে না। বর্তমানে বাংলাদেশে বন্ধ্যাত্বের হার ২০ শতাংশ। তবে এ বিষয়ে নির্দিষ্ট কোনো জরিপ নেই। দেখা যায়, এসব নিঃসন্তান দম্পতির মধ্যে ৪০ শতাংশ ক্ষেত্রে স্ত্রী এবং একই সংখ্যক স্বামীদের শারীরিক সমস্যা থাকে। ১০ ভাগ ক্ষেত্রে দুজনেরই সমস্যা থাকে। [সুত্র- সিন্ড্রেলা- বুধবার । র্মাচ ২৭, ২০২৪ । ১৩ চৈত্র, ১৪৩০- বণিক বার্তা]

লক্ষণঃ বন্ধ্যাত্বের প্রধান লক্ষণ হচ্ছে গর্ভধারণ না করা। যদিও অন্যান্য কোন লক্ষণ বা চিহ্ন সুস্পষ্ট হয়ে না দেখা যায় তারপরও একজন পুরুষ ও মহিলার কিছু কারণ প্রকাশ পেতে পারে, যেমন-

মুল কারণঃ- সোরা, সিফিলিস, সাইকোসিস, টিউবারকুলার ডায়াথেসিস

আনুষঙ্গিক কারণঃ

মহিলাদের ক্ষেত্রেঃ

  1. অনিয়মিত মাসিক, বেদনাদায়ক মাসিক।
  2. অতিরিক্ত রজঃস্রাব, রক্তের রং কাল, চাপ চাপ বা প্রচুর পরিমাণে লালচে।
  3. অতিরিক্ত শ্বেতপ্রদর
  4. প্রস্রাবে জ¦ালাপোড়া, গরম বা ঠান্ডা প্রস্রাব, পরীক্ষায় Pus Cell & Epithelial Cell high HPF এর উপস্থিতি।
  5. বংশগত গণরিয়া, টিউবারকুলোসিস।
  6. কোন জটিল রোগ চাপা পড়া।
  7. বয়স ৩৫ বা তার বেশি হওয়া এবং ছয় মাস বা তার বেশি সময় ধরে গর্ভধারণের চেষ্টা করা।
  8. বার বার মিসক্যারেজ বা গর্ভপাত হওয়া।
  9. ডায়াবেটিসে আক্রান্ত থাকা।
  10. হেপাটাইটিস এ আক্রান্ত থাকা।
  11. অতিরিক্ত মোটা হবার প্রবণতাযুক্ত থাকা বা উল্লেখযোগ্যভাবে কম ওজন হওয়া।
  12. পরীক্ষায় এন্ডোমেট্রিওসিস বা পেলভিক প্রদাহজনিত রোগের মতো অবস্থা নির্ণিত হয়েছে এমন।
  13. ক্যান্সারের ২য় স্টেজ পার হয়ে গেছে এমন অবস্থা।
  14. অ্যালকোহলের অত্যধিক ব্যবহার, ধূমপান, জর্দা, গুল বা অন্যান্য নেশা জাতীয় দ্রব্যের কুফল।

এছাড়াও বিভিন্ন ধরনের চিকিৎসা বা ঔষধ যা বন্ধ্যাত্বের কারণ হতে পারে, যেমনঃ-

এছাড়াও কিছু ওষুধের পাশাপাশি ওষুধ রয়েছে যা মহিলাদের বন্ধ্যাত্বকে প্রভাবিত করতে পারে যেমনঃ-

পুরুষদের ক্ষেত্রেঃ-

  1. শুক্রাণুর সংখ্যা কম বা শুক্রাণুর সঙ্গে অন্য কোনো সমস্যা।
  2. টেস্টিকুলার, প্রোস্টেট বা যৌন সমস্যার ইতিহাস।
  3. বংশগত বন্ধ্যাতের ইতিহাস।
  4. বহুগামিতার ফলে প্র¯্রাবের রাস্তায় জ¦ালাপোড়া, সিফিলিস, গণরিয়ার কুফল বা নেশা জাতীয় দ্রব্য যেমন- ইয়াবা, হেরোইন, আফিম, অতিরিক্ত জর্দা, ধুমপানের কুফল।
  5. অন্ডকোষের ক্ষুদ্রতা বা অন্ডকোষের প্রদাহ, আঘাতের ফলে বা অন্য কোন কারণে এপিডিডাইমাইটিস।
  6. যৌন রোগে আক্রান্ত হওয়া।
  7. অতিরিক্ত এলকোহলের ব্যবহার।
  8. ভারী ধাতু, কীটনাশক এবং হার্বিসাইডের মতো বিষের এক্সপোজার

কিছু চিকিৎসা শর্তও বিদ্যমান, যা পুরুষ বন্ধ্যাত্বের কারণ হতে পারে। যেমনঃ-

বিভিন্ন ওষুধ এর ব্যবহার-

  1. কেমোথেরাপি বা রেডিয়েশন থেরাপি, বা ক্যান্সারের চিকিৎসা।
  2. রিউমাটয়েড আর্থ্রাইটিস (RA) বা আলসারেটিভ কোলাইটিস (UC) এর জন্য ব্যবহৃত ওষুধ।
  3. গাঁজা এবং কোকেনের মতো বিনোদনমূলক ওষুধ।
  4. অ্যানাবলিক স্টেরয়েড, যা অ্যাথলেটিক পারফরম্যান্স বা হরমোনের সমস্যা যেমন বিলম্বিত বয়ঃসন্ধিতে সাহায্য করতে পারে।
  5. উচ্চ রক্তচাপের জন্য ব্যবহৃত ক্যালসিয়াাম চ্যানেল ব্যবহার।
  6. ট্রাইসাইক্লিক এন্টিডিপ্রেসেন্টস।

রোগানুসন্ধানঃ-

প্রতিরোধঃ-

ব্যবস্থাপনাঃ-

ঔষধঃ নিম্নলিখিত হোমিওপ্যাথি ঔষধ যথাযথভাবে প্রয়োগ ও সেবনের মাধ্যমে বন্ধ্যাত্ব অবস্থা থেকে আল্লাহর রহমতে মুক্তি পাওয়া সম্ভব।

  1. Aurum Metalicum:-
  2. Agnust Cast:-
  3. Bufo Rana:-
  4. Cantharis:-
  5. Cimicifuga:-
  6. Conium Mac:-
  7. Damiana:-
  8. Murex:-
  9. Pulsetilla:-
  10. Sarsaperilla:-
  11. Salix Nigra:-
  12. Shyphilinum:-

Dr. Md. Al Mamun Chember: SM Homeopathy Medical Center , Elenga Bustand and Potol Bazar, Kalihati, Tangail

বাধকের হোমিওপ্যাথি চিকিৎসায় আরোগ্য লাভকারী রোগীলিপি-১: আইডি নংঃ ৫১৩ ঠিকানা - ঘড়িয়া, কালিহাতি, টাংগাইল, সৌদি প্রবাসিনী, বাচ্চা হয় না বলে ঔষধ নিয়েছিলেন. রোগীলিপি তারিখঃ ০৮/০৯/২০১৭ ইং

লক্ষণ সমুহ বিবেচনা করে Nat Mur 1M, Kali Carb 1M, Aurum Met 1M, 10M, Agnust Cast Q দেয়া হয়েছিল। আলহামদুলিল্লাহ আজ তার আআত্মীয়ের মাধ্যমে জানতে পারলাম, ঔষধ সেবন এর ১.৫ বছর পরে ১ টি মেয়ে হয়েছে, আবার সন্তান সম্ভবা। আল্লাহ তাকে সুন্দর সুস্থ সন্তান দান করুন।

বাধকের হোমিওপ্যাথি চিকিৎসায় আরোগ্য লাভকারী রোগীলিপি-2: আইডি নংঃ SM ID-4812, [MV-4; CHV-7] নামঃ মোছাঃ আ বেগম, বয়স -২৩ বছর। বিবাহিতা। ঠিকানা -..... , টাংগাইল। রোগীলিপি তারিখঃ ১৪/০৬/২০২১ ইং

১। ডান স্তনে ৫টি গোটা, শক্ত, চাপ দিলে ব্যথা পায়, শক্ত, জ্বালা করে, ডান স্তনে ব্যথা শুরু হলে বাম স্তনেও ব্যথা করে ।
২। প্রায়ই মাথা ব্যথা হয়, মাথার সাথে চোখ ব্যথা করে। চোখে আঘাত পেয়েছিল।
৩। শ্বাস কষ্ট আছে ৬ বছর যাবৎ, শীতকালে কষ্ট বাড়ে।
৪। হৃৎপিন্ডে চিড়িকমারা ব্যথা, দম বন্ধ হয়ে আসে। লোকসমাগম দেখলে বুক ধরফর করে।
৫। হেপাটাইটিস বি পজিটিভ।
৬। ১ম স্বামী ব্লাড ক্যান্সারে মারা গেছে ৪ বছর আগে। বর্তমান বিয়ে ৮ মাস যাবৎ। ১ম স্বামীর ১ কন্যা আছে। বর্তমান স্বামীর ঘরে বাচ্চা নেয়ার চেষ্টা চলছে কিন্তু কিছুই হচ্ছে না।
৭। চর্ম রোগ আছে। ডান পায়ে ও হাতে, বৃষ্টির দিনে বেশি হয়। সমস্ত শরীরে চুলকানি আছে।

মানসিক অবস্থাঃ রাগী স্বভাব, মায়া বেশি। "মনে হয় বাচব না"। ভয়ঃ রক্ত দেখে ভয় পায়।
খাদ্যঃ গোস্ত সহ্য হয় না।
পিপাসাঃ স্বাভাবিক।
আবহাওয়া কাতরতাঃ গরম কাতর।
মাসিকঃ নিয়মিত হয়। সাদাস্রাব ঘন, মাসিকের আগে হয়।
উদরঃ তলপেটে বামপাশে ব্যথা হয়।
মলঃ শক্ত, সকালে ১ বার হয়।
প্রস্রাবঃ কম।
ঔষধঃ
১৪/০৬/২০২১ঃ Arum Met 1M. ২৯/৬/২১ঃ মনে হয় বাচব না - লক্ষণটি নাই। Naja T 200, ৩ দিন পর হতে Medo M/2; ২০/৭/২১ঃ ৪ নং লক্ষণ নাই, আবারও Arum Met 10M, ৭ দিন পর Alumina 200; ৫/৮/২১ঃ শ্বাস কষ্ট বেড়ে গেছে, Carbo Ani- M/2; ২৭/৮/২১ঃ গুড়া কৃমি দেখা দিয়েছে, শ্বাস কষ্ট কমেছে ; Tucrium M 1M, ২ দিন পর হতে Carbo Ani- M/3, ১৫ দিন পর Syphilinum CM, ২ দিন পর Carbo Ani- M/4, মাঝখানে গ্যাপ, আবার ৬/১১/২১ঃ শ্বাস কষ্ট নাই, ডান স্তনে টিউমারে হাল্কা ব্যথা, Carbo Ani 1M, ২ দিন পর Tuberculinum Bov- M/2; ২৫/১১/২১ঃ টিউমার বড় হচ্ছে, ঠান্ডা দেখা দিয়েছে, প্রস্রাবে ইনফেকশন সাথে তলপেটে প্রচন্ড ব্যথা, Acid nit 10M, ২ দিন পর TCbov M/3, সাথে Coualo T Q ৫ ফোটা দিন ৩ বার ব্যাথা বন্ধ তো ঔষধ বন্ধ, বাচ্চা নিতে চায়, তাই এর সাথে Agnust C Q, ও Calotropis Gig 3x দিনে ১ বার করে সেবন করতে দেই, ১৩/১২/২১ঃ ঠান্ডা কমেছে, তলপেটে ব্যথা নাই, টিউমারে ব্যথা নাই৷ আকারে ছোট হয়েছে , Carbo Ani 10M, ২দিন পর TCbov -M/4, সাথে Agnust C Q, ও Calotropis Gig 3X আবারও। ৩১/১২/২০২১ঃ বাচ্চা কনসেপ্ট হয়েছে, তাই আপাতত ঔষধ এখন নেবে না। ফেব্রুয়ারীর মাঝামাঝি ২০২২ সালঃ টিউমারের ব্যাথা বেশি, গোপালগঞ্জ শ্বশুর বাড়ি আছে, তাই ব্যথা কমাতে এলোপ্যাথি ঔষধ সেবন চলছে।
পর্যালোচনাঃ এটা মহান রাব্বুল আলামীনের খাস রহমত যে ৭ মাস বিভিন্ন স্থান হতে চিকিৎসা গ্রহণ করার পর হোমিওপ্যাথি চিকিৎসার দ্বারা বাচ্চা কনসেপ্ট হয়েছে। একজন হেপাটাইটিস পজিটিভ রোগী যার দ্বিতীয় স্বামীর ঘরে বাচ্চা হচ্ছে না, তাকে আল্লাহ বিভিন্ন রোগ লক্ষণ থেকে মুক্তি দিয়ে বাচ্চা ধারণ করিয়েছেন সে জন্য আলহামদুলিল্লাহ। এখানে ডাঃ বার্ণেট এর মতামত অনুযায়ী ঔষধ প্রয়োগ করা হয়েছে, যেমন - " খুব শক্ত, চিরায়ত এবং জটিল রোগের বেলায় আপনার একটি ঔষধে চলবেনা, আপনার দরকার মইয়ের ধাপের মত একসারি ঔষধ, তার যে কোন একটি ঔষধ ঐ ধরনের রোগকে সাড়াতে পারবে না, কিন্তু প্রতিটি ঔষধ নিরাময়ের দিকে খানিকটা করে এগিয়ে দেবে এবং তাদের যুক্ত ক্রিয়া শেষ পর্যন্ত নিরাময় এনে দেবে।" পৃ-৩৫; হোমিও ঔষধে টিউমার নিরাময় ; প্রকাশক- আলীগড় লাইব্রেরী বাংলাদেশ, জানুয়ারি ২০০৫।

বাধকের হোমিওপ্যাথি চিকিৎসায় আরোগ্য লাভকারী রোগীলিপি-৩: আইডি নংঃ SM ID-4932 [MV-4; CHV-7] বয়সঃ ২১ বছর, বিবাহিতা, বিয়ে হয়েছে ৮ বছর যাবৎ, স্বামী বিদেশ ছিল, কোন বাচ্চা হয় নি। চেষ্টা চলছে, হচ্ছে না। রোগীলিপি তারিখঃ ২২/০৮/২০২১ ইং

১. মুখে ব্রণ, ৯ বছর যাবৎ, ফেস ওয়াশ, ফেয়ার এন্ড লাভলী সহ বিভিন্ন কসমেটিকস ব্যবহার করেছে, কোন লাভ হয় নি। ব্রণে ব্যথা হয়, গরম মনে হয়। ব্রণ উঠার সময় লাল হয়ে ওঠে। জ্বালা করে। স্পর্শ কাতর।
২. মাথার চাদিতে স্পন্দন হয়।
৩. বিয়ে হয়েছে ৮ বছর যাবৎ, স্বামী বিদেশ ছিল, কোন বাচ্চা হয় নি। চেষ্টা চলছে, হচ্ছে না।
অতীত রোগ ইতিহাসঃ দাদ ছিল, মলম ব্যবহার করে সাড়ানো।
বংশগত রোগ ইতিহাসঃ পাওয়া যায় নি।
মানসিক লক্ষণঃ ক্ষণ রাগী, হতাশা গ্রস্থ, একাকী থাকতে ভালো লাগে না, পরিস্কার পরিচ্ছন্নতা ভালো লাগে, সন্দেহ প্রবণ, স্বামীকে অযথা সন্দেহ করে, রাতে ঘুমানোর আগে ঘরের দরজা বার বার উকি দিয়ে দেখে।
ভয়ঃ শব্দে, সাপের।
আবহাওয়া কাতরতাঃ শীত ও গরম, উভয় কাতর।
খাদ্যঃ ঝাল প্রিয়।
চর্মঃ ঘাম বেশি। আঁচিলঃ নাই।
প্রদরঃ নাই, মাসিকঃ নিয়মিত হয় না, মাসিকের আগে ব্যথা হয়, পরিমাণে কম, কালো চাপ চাপ রক্ত পড়ে।
মলঃ শক্ত, সকালে ১বার হয়।
প্রস্রাবঃ স্বাভাবিক।
ঘুমঃ কম।
স্বপ্নঃ ঝগড়া, মল-মুত্র ত্যাগ করতে দেখে, সাপ দেখে দৌড়ে পালায়।
ঔষধঃ ২২/৮/২০২১ঃ Belladona 200; ৭ দিন পর Calcarea Carb 1M ১৯/৯/২০২১ঃ Lac Can 1M; ৭ দিন পর Graphaitis 1M, ১৫ দিন পর Bovista 1M. ২৩/১০/২১ঃ Silicia 200; ২৫/১১/২১ঃ Sulp 1M, ৭ দিন পর Alumina 1M ১৮/০১/২০২২ঃ Bell 30; Cimicifuga 200 ৮/২/২২ঃ Bell 1M, Thuja M/2 ৮/২/২২ তারিখে এসে জানায় কনসেপ্ট হয়েছে। আলহামদুলিল্লাহ, এরপর আর আসেনি। এরমধ্যে তার ব্রণ মিলিয়ে গেছে, মাসিক নিয়মিত হয়েছে। মাসিকের আগে ব্যথা আর হচ্ছেনা। এটা আল্লাহ তা’লার অপার মেহেরবাণী যে, তাঁর একান্ত মেহেরবাণীতে শুন্য কোলজুরে সন্তান আসার খবর এসেছে। আল্লাহ তা'লা হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে সু-খবর দান করেছেন। সুতরাং “ সব কিছুর মালিক আল্লাহ, আর উনি যা চান তাই করতে পারেন, আমাদেরকে তাঁর কাছেই প্রত্যাবর্তন করতে হবে” ।
আল্লাহ আমাদের উপর তাঁর রহমত অব্যাহত রাখুন এই প্রার্থনা করি সব সময়।

বাধকের হোমিওপ্যাথি চিকিৎসায় আরোগ্য লাভকারী রোগীলিপি-৪: আইডি নংঃ SM -5045 [CH-V-7; MV-4;] বেগম- বয়স- ১৭ বছর। স্বামীঃ আ...., গ্রাম - বেরীপটল, থানাঃ কালিহাতী, জেলাঃ টাংগাইল। বাচ্চা হয় না বলে ঔষধ নিয়েছিলেন,. রোগীলিপি তারিখঃ ২৬-১০-২০২১ ইং

প্রধান সমস্যাঃ
১। বাধক- ৬ বছর যাবৎ, মাসিকের আগে ব্যথা শুরু হয়। মাসিক শুরু হলে ব্যথা কমে। রক্তের রঙ কালো, চাকা চাকা, গন্ধ আছে। মাসিক দিনে শুরু হয়, ৫-৬ দিন থাকে।
২। পেটে গ্যাস আছে।
৩। প্রস্রাবের রাস্তায় চুলকানী আছে, গরম পানিতে উপশম।
৪। বাচ্চা হচ্ছে না।
অতীত রোগ ইতিহাসঃ নাই.
মানসিক অবস্থাঃ রাগী, একাকী থাকতে ভালোবাসে, আত্বীয়-স্বজন, লোকজন ভালো লাগে না, বাচ্চা হওয়ার আশা করে, দুশ্চিন্তা করে।
ভয়ঃ সাপের ভয়, চোরের ভয়, ছেলে মানুষ দেখলে ভয় পায়।
খাদ্যঃ মিষ্টি আগে প্রিয় ছিল, এখন না; ঠান্ডা খাবার পছন্দ, টক খাবার প্রিয়, তৈলাক্ত খাবার প্রিয়।
ক্ষুধাঃ বেশি,
পিপাসাঃ বেশি।
আবহাওয়া কাতরতাঃ গরম কাতর, ঠান্ডা পানিতে গোসলে আরাম।
হাত-পাঃ পা জ্বালা করে, শীতের দিনে পা ফাটে। ডান পায়ের গোড়ালীতে বাক (জোয়াইরা) ধরে। দিনে বাড়ে।
চড়মঃ ঘাম বেশী, পাখার বাতাস চায়।
প্রস্রাবঃ গরম, জ্বালা আছে। মলঃ স্বাভাবিক, দিনে ৩ বার হয়। ঘুমঃ স্বাভাবিক স্বপ্নঃ সাপ দেখে, অন্যের বাচ্চা হতে দেখে। ভুত দেখে। লক্ষণাবলী পরযালোচনা করে তাকে Ustilego Midis 1M; Natrum Mure 0/2; Ars alb 0/2 + Agnust Cast Q দেয়া হয়েছিল। পরে ২০২২ এর জুন মাসে এসেছিল নরমাল ডেলিভারীর ঔষধ নেয়ার জন্য। জুলাই, আগষ্টের ঔষধ নিয়েছিল, তার পর আর আসেনি। গত ২৩/১২/২০২২ তারিখে তার মা এসে বলে ৯ দিন আগে মেয়ে বাচ্চা হয়েছে।

চিকিৎসক
মো. আব্দুস সাত্তার হোমিওপ্যাথ, +8801729117347

এবং
ডাঃ ইবনে আসাদ আল মামুন

হোম

"সর্বস্বত সংরক্ষিত© ২০২৩ এস এম হোমিওপ্যাথি মেডিকেল সেন্টার; ব্লগঃ ডিজাইনে SIAAM