logo

HOMOEOPATHY MEDICAL CENTER

Duct infection
( নালী ঘা)



কানের পিঠের নালী ঘা এর চিকিৎসায় হোমিওপ্যাথি-১


আইডি নং-২৫০১, নাম- না ...... আক্তার, বয়স-৫ বছর, পিতা- মোঃ না..... উদ্দীন তালুকদার, বর্তমান ঠিকানাঃ আশেকপুর, টাংগাইল।
প্রধান উপসর্গঃ
বাম কানের লতির একটু নিচে চিপের কাছে ৯ মাস বয়সে ছোট ফুস্কুড়ি দেখা দেয়। পরে সেখানে পুঁজ হয়। পুঁজ পড়ে গেলে আবার স্বাভাবিক। এভাবে প্রতি ৮ মাস পরপর দেখা দেয়। ২ বছর আগে করটিয়া হতে এক হোমিও চিকিৎসক এর কাছ থেকে ঔষধ সেবন করার পর থেকে পুঁজ আর বন্ধ হয় নি। আর পুঁজ পড়া ঠান্ডায় বাড়ে।
জ্বরঃ বর্তমানে বিকাল হতে রাত ৩ টা পর্যন্ত জ্বর থাকে।
নিউমোনিয়াঃ জন্মের পরে নিউমোনিয়া হয়েছিল, এখনো ঠান্ডা কাশি আছে।

বংশগত রোগ বিবরণীঃ দাদার অর্শ, মায়ের স্তনে টিউমার হয়েছিল, অপারেশন করা হয়েছে। দাদা ও নানার বংশে পাগল আছে।
মানসিক উপসর্গঃ রাগী ও জিদ বেশি। রাগের সময় চুপচাপ কান্না করে। কুকুর ভীতি আছে ।
খাদ্যঃ দুধ সহ্য হয়না। ঠান্ডা খাবার, মিষ্টি, ডিম প্রিয়। ঠান্ডা খাবার খেলে কানের পিঠের ফোড়া বৃদ্ধি পায়।
ঘামঃ কম, কিন্তু হঠাৎ ঘাম হয় আবার পরক্ষণেই শুকিয়ে যায়, তখন শীত লাগে।
প্রস্রাবঃ স্বাভাবিক, মলঃ স্বাভাবিক।
উপরোক্ত বিষয় সমুহ পর্যালোচনা করে উক্ত তারিখে Tuberculinum 1m, ২১ দিন পর 19-10- Tuberculinum bov M/2; 9-11: Hydrustis can M/2; 16-11: M/3, 7-12: Tc bov M/2; 4-1-19: M/3; 11-2-19: M/4 সেবন করাতে দেই। এর পর আর কোন ঔষধ দিতে হয় নি। রোগী এখনো সুস্থ আছে আলহামদুলিল্লাহ। ** রোগীনির পিতা ঔষধের মুল্য চিকিৎসা নিয়ে সুস্থ হবার ১৩ মাস পর শোধ করেন। **



কানের পিঠের নালী ঘা এর চিকিৎসায় হোমিওপ্যাথি-২


SM ID: 6444; CHv: 8; MV-5; Admission Date: 19-10-2022
নাম: শি..., বয়সঃ ৩১, বিবাহিতা, ঠিকানাঃ বল্লা, কালিহাতী, টাংগাইল।
প্রধান রোগলক্ষণঃ
# ডান পাশের কানের নীচে চুলকানী, ছোট্ট একটা ছিদ্র হয়েছে, সেই ছিদ্র দিয়ে পানি পড়ে, পানি খুব দুর্গন্ধ, ১২ বছর যাবৎ।
অতীত রোগ ও চিকিৎসার ইতিহাসঃ
# বেবী ডেলিভারীতে সিজার করা হয়েছ
মানসিক অবস্থাঃ
# রাগী স্বভাব, ভয়ঃ রোগের কারণে ভয় হয়, ক্যান্সার হওয়ার ভয়। কুকুর দেখে ভয় পায়। # খাদ্যঃ লবন প্রিয়, মিষ্টি প্রিয়, গোস্ত প্রিয়, দুধ ও ডিম অপ্রিয়।
আবহাওয়া কাতরতাঃ# শীত কাতর
হাত-পাঃ ভালো, পায়ের তলা ঘামে।
মলঃ # আমাশয় আছে, দিনে ২/১ বার হয়।
প্রস্রাবঃ দুর্গন্ধ আছে।
শ্বেত প্রদরঃ আছে।
মাসিকঃ নিয়মিত।
রোগীলিপি পর্যালোচনা করে তাকে Tuberculinum bovinum 1m পরিবর্তনশীল পদ্ধতিতে সেবন করতে দিয়ে এক মাস পর সাক্ষাৎ করতে বলা হয়, এক মাস পর দেখা যায় ছিদ্র দিয়ে পানি পড়া অনেক কমে গেছে, পরবর্তীতে Tuberculin bov 10m ও 50m দেয়া হয়। ১-১২-২০২২ তারিখে রোগিনী এসে বলেন যে তার কানের ছিদ্র বন্ধ হয়ে গেছে। আর কোন পানি পড়ছে না। , আলহামদুলিল্লাহ

logo

চিকিৎসক
মো. আব্দুস সাত্তার হোমিওপ্যাথ, +8801729117347

logo

চিকিৎসক
ডাঃ ইবনে আসাদ আল মামুন
বিবিএ(মার্কেটিং-NU), ডিএইচএমএস, (ঢাকা)
গভ. রেজিস্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসক, নং- ৩৬৬৬৩
+8801772363283

"সর্বস্বত সংরক্ষিত© ২০২৩ এস এম হোমিওপ্যাথি মেডিকেল সেন্টার; ব্লগঃ ডিজাইনে SIAAM