logo

HOMOEOPATHY MEDICAL CENTER

Breast Cancer
( স্তন ক্যান্সার)



স্তন ক্যান্সার এর চিকিৎসায় হোমিওপ্যাথি


SM ID- 2492 (MV-3; CH-v-2)
নামঃ সু...... বেগম, বয়সঃ ২২ বৎসর, স্বামীঃ মোঃ ..........ফ, ঠিকানাঃ ছাতিহাটি, কালিহাতী, টাংগাাইল, রোগীলিপি তারিখঃ ২৫-০৯-২০১৮ ইং
প্রধান সমস্যাঃ
১. ডান স্তনে শক্ত টিউমার, বোঁটা সহ জ্বালা করে ও চিরিক মারে, ১৫ দিন যাবৎ, হঠাৎ করে চিড়িক দেয়, গরম সেকে আরাম। বাচ্চাকে বুকের দুধ খাওয়াতে পারেন না।
অতীত রোগ ও চিকিৎসার ইতিহাসঃ চর্ম রোগ দাদ ছিল, মলম দিয়ে সাড়ানো।
মানসিক অবস্থাঃ রাগী, মনের দুঃখে ঘরের কোনায় গিয়ে কান্না করে।
ভয়ঃ অন্ধকারে ভুতের ভয়।
খাদ্যঃ ঠান্ডা খাবার পছন্দ। লবন প্রিয়। ঝাল খাবার প্রিয়। মিষ্টি প্রিয়। পিপাসা- বেশি।
হাত-পাঃ পা জ্বালা করে।
চর্মঃ আঁচিল আছে।
জেনিটালিয়াঃ ঋতু স্রাাব কম, ঋতু স্রাবের শুরুতে ব্যথা হয়।
প্রস্রাবঃ স্বাভাবিক।
মলঃ মলের বেগের কারণে ঘুম হতে উঠতে বাধ্য হয়।
ঘুমঃ কম। স্বপ্নঃ মৃত মানুষ, পুলিশ, সাপ, নিজেকে উড়ে যেতে ও উপর থেকে পড়ে যেতে দেখে।
এলোপ্যাথিক চিকিৎসক উনার ব্রেস্ট অপারেশন করে কেটে ফেলতে বলেছিলেন, কিন্তু উনি তা না করে হোমিওপ্যাথি চিকিৎসা গ্রহন করতে আসেন, উনাকে প্রায় ১ বছর কাল লক্ষনানুযায়ী Ferum Met, Thuja oc, Shyphilinum ইত্যাদি সেবন করান হয়। আলহামদুলিল্লাহ , উনার ব্রেস্ট কেটে ফেলতে হয় নি, এখনও সুস্থ আছেন।

logo

চিকিৎসক
মো. আব্দুস সাত্তার হোমিওপ্যাথ, +8801729117347

logo

চিকিৎসক
ডাঃ ইবনে আসাদ আল মামুন
বিবিএ(মার্কেটিং-NU), ডিএইচএমএস, (ঢাকা)
গভ. রেজিস্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসক, নং- ৩৬৬৬৩
+8801772363283

"সর্বস্বত সংরক্ষিত© ২০২৩ এস এম হোমিওপ্যাথি মেডিকেল সেন্টার; ব্লগঃ ডিজাইনে SIAAM