logo

HOMOEOPATHY MEDICAL CENTER

টিউমার (Tumor)




চোয়ালের নীচে শক্ত টিউমার এর চিকিৎসা-

আইডি নং- ২৩ (কসমিক হোমিও ফার্মেসী) , নাম- মোঃ শামীম, বয়স -১০ বছর। ঠিকানা- হাজীনগর, স্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা। রোগী লিপির তারিখঃ ১৪-০৬-২০২২ ইং প্রধান রোগ লক্ষ্মণঃ ১. ডান চোয়ালের নীচে শক্ত ডেলা, ব্যথা করে, গরমে বাড়ে, ১০-১২ দিন আগে থেকে। ২. খাবারে রুচি কম। ৩. পড়া মনে থাকে না। ৪. বুদ্ধি কম (পিতার ভাষ্য)। অতীত রোগ ইতিহাসঃ ঠোঁট ফেটে গিয়েছিল, রক্ত পড়তো। বংশগত রোগ ইতিহাসঃ বাবার ডায়াবেটিস আছে। মানসিক স্বাস্থ্যঃ শান্ত, ভূলো মন, কুকুর ভীতি, অন্ধকার ভীতি ও সাপে ভীতি আছে। খাবারঃ পিপাসা কম, মুরগির গোস্ত ও ডিম প্রিয়। অন্যান্যঃ ঘুম- স্বাভাবিক, স্বপ্নঃ মনে থাকে না। মলঃ কষা, প্রস্রাবঃ স্বাভাবিক। ঔষধঃ ১৪-৬-২২ঃ Tuberculinum bov 1m নিয়ম অনুযায়ী, ২ দিন পর হতে Calcerea Phosh 0/2, কাপিং পদ্ধতি - ৮ দিন, ফলাফল - কোন পরিবর্তন নেই। ২৪-৬-২২ঃ নতুন কিছু লক্ষ্মণ- জিহ্বা- ফ্যাকাসে, কিনারা লালচে। বিছানায় শুইলে ঘাম হয়। ঔষধঃ Marc Sol 0/2, কাপিং পদ্ধতি, ৮ দিনের জন্য। ফলাফলঃ বাবার ভাষ্য, (ডান চোয়ালের নীচে শক্ত ডেলা, ব্যথা করে, গরমে বাড়ে) শক্ত ডেলা মিলিয়ে গেছে, ব্যথা নেই। রোগী আর আসেনি। এটা আল্লাহ তা’লার অপার মেহেরবাণী যে, প্রচলিত ভাবে জানা যায় ডায়াবেটিস রোগ দুরারোগ্য, একবার হলে আর সারে না, কিন্তু দেখা যাচ্ছে যে মহান রাব্বুল আ’লামীন উনাকে হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে আরোগ্য দান করেছেন। সুতরাং “ সব কিছুর মালিক আল্লাহ, আর উনি যা চান তাই করতে পারেন, আমাদেরকে তাঁর কাছেই প্রত্যাবর্তন করতে হবে” ।
আল্লাহ আমাদের উপর তাঁর রহমত অব্যাহত রাখুন এই প্রার্থনা করি সব সময়।


চোখের নিচের টিউমার এর হোমিওপ্যাথিক চিকিৎসা

নামঃ আ......... আইডি নং- ৬৩৩৭; গত ০৬-০২-২০২২ তারিখে বাম চোখের নিচে টিউমার এর চিকিৎসার জন্য তার বাবা-মা নিয়ে আসেন। রোগিলিপি বিশ্লেষণ করে তাকে Pulstilla 30, Stafisegrea 1M, 10M ও Tuberculinum Bov 1M প্রয়োগ করা হয়। ৩০-১০-২০২২ তারিখে রোগীর ২য় ছবি তোলা হয়েছে। এটা আল্লাহ তা’লার অপার মেহেরবাণী যে, মানুষ মনে করে টিউমার হলেই অপারেশন করতে হবে, এ ছাড়া রোগ ভালো হবে না। কিন্তু দেখা যাচ্ছে যে মহান রাব্বুল আ’লামীন হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে আরোগ্য দান করেছেন। আলহামদুলিল্লাহ্‌


logo

চিকিৎসক
ডাঃ ইবনে আসাদ আল মামুন
বিবিএ(মার্কেটিং-NU), ডিএইচএমএস, (ঢাকা)
গভ. রেজিস্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসক, নং- ৩৬৬৬৩
+8801772363283


গলার ২ পাশে একের অধিক টিউমার এর চিকিৎসা-

আইডি নংঃ (MV-3; CH-v-2) নামঃ দিগন্ত সুত্রধর, বয়সঃ ০৯ বৎসর, পিতাঃ শ্রী অমুল্য সুত্রধর , ঠিকানাঃ বাইনাফৈর, কালিহাতী, টাংগাাইল, রোগীলিপি তারিখঃ ৩১-১০-২০১৮ ইং প্রধান সমস্যাঃ গলার ২ পাশে একের অধিক টিউমার- ৫ বছর যাবৎ। কোন ব্যথা নাই। অতীত রোগ ও চিকিৎসার ইতিহাসঃ ছোট সময় নিউমোনিয়া হয়েছিল। বংশগত রোগ ইতিহাসঃ চাচাত জ্যাঠার টি.বি ছিল। মানসিক অবস্থাঃ রাগী স্বভাব। খাদ্য প্রিয়তাঃ গরম খাবার, দুধ, ডিম, মাছ। খাদ্য অপ্রিয়তাঃ শাক। আবহাওয়া কাতরতাঃ শীত সহ্য হয় না। প্রস্রাবঃ স্বাভাবিক। মলঃ শক্ত

logo

চিকিৎসক
মো. আব্দুস সাত্তার হোমিওপ্যাথ, +8801729117347

"সর্বস্বত সংরক্ষিত© ২০২৩ এস এম হোমিওপ্যাথি মেডিকেল সেন্টার; ব্লগঃ ডিজাইনে SIAAM