টনসিলাইটিস চিকিৎসায় হোমিওপ্যাথি
জিহ্বার শেষপ্রান্তে, আলজিহ্বার নিচে বাম ও ডান পার্শে বাদামের মত ১.৫ সেন্টিমিটারের মত আকারে লালবর্ণের মাংশপিন্ডকে টনসিল বলা হয়ে থাকে। টনসিল দেখতে মাংশপিন্ডের মত মনে হলেও এটি লসিকা কলা ও লিস্ফয়েড টিস্যু দিয়ে তৈরি। মুখগহ্বরের দুপাশে দুইটি টনসিলের অবস্থান। মুখ, গলা, নাক কিংবা সাইনাস হয়ে রোগজীবানু অন্ত্রে বা পেটে ঢুকতে বাধা দেয় এই টনসিল অর্থাৎ টনসিল শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরী করে। টনসিল বা টনসিলদ্বয়ের প্রদাহ হলে তাকে টনসিলাইটিস বলা হয়। আর টনসিলাইটিস হচ্ছে টনসিলসমূহ যখন ব্যকটেরিয়া, ভাইরাস বা ছত্রাকের সংক্রমন দ্বারা আক্রন্ত হয়ে প্রদাহের বা ইনফেকশনের সৃষ্টি করে ভিন্ন সমস্যা দেখা দেয়। টনসিল প্রদাহ বেশির ভাগ বর্ষায় হয় এবং ৮৫% ভাইরাস সংক্রমনে হয়।
ঔষধ (Medicine) ঃ- লক্ষণসদৃশ নিম্নলিখিত হোমিওপ্যাথি ঔষধ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হরে। যেমন- একোনাইট নেপিলাস, বেলেডোনা, মার্কস-সল, ফাইটোলক্কা, ব্রায়েনিয়া এলবা, এপিস মেল, হিপার সালফা্র ও ক্যালকেরিয়া কার্ব ইত্যাদি।
উপদেশ (Advice)ঃ-