Mental Problem ( মানসিক সমস্যা)

মানসিক সমস্যাএর চিকিৎসায় হোমিওপ্যাথি


আইডি নং- ৪০৮০; নামঃ মোছাঃ জে..... আরা, বয়সঃ ১৬ বৎসর , পিতাঃ ই... আলী, গ্রামঃ কুচুটি, থানাঃ কালিহাতি, জেলাঃ টাঙ্গাইল। আমাদের এস এম হোমিওপ্যাথি মেডিক্যাল সেন্টারে গত ২৪/০১/২০২০ ইং তারিখে চিকিৎসার জন্য আসেন। তাঁর রোগ বিবরণী নিম্নে দেওয়া হোল –
প্রধান উপসর্গ – মাথা ব্যাথা করে, মাথা ঘোরায় ১৫ দিন আগে থেকে, প্রতিদিন রাত ৯.৩০ এ। বুকে চাপ দেয়, চাপ প্রায় ২০-২৫ মিনিট থাকে, মাথা ব্যাথা ঘাড়ের পেছন হতে উপর দিকে উঠে কপালে এসে স্থির হয়। তখন ঠাণ্ডা পানি ঢাললে আরাম বোধ হয়। মানসিক তথ্য- রাগী, শব্দ ভীতি, মনে আঘাত পেয়েছিল ২ বছর আগে । একাকী থাকতে ভয়, চোখ বন্ধ করলে মানুষের বিকৃত মুখ দেখে। খাদ্য- খাবার সময় আলগা লবণ লাগে, গরম খাবার পছন্দ। পিপাসা- প্রচুর। আবহাওয়ার অনুভুতি- গরমকাতর, ঠাণ্ডা পানিতে গোসলে আরাম লাগে। মল – স্বাভাবিক। প্রস্রাব- স্বাভাবিক। স্ত্রী জননতন্ত্র- সাদাস্রাব আছে , গাঢ়, সবসময় থাকে, ঠাণ্ডা মনে হয়, চুলকানি আছে। ঋতুস্রাব – নিয়মিত হয়। অংগ-প্রত্যঙ্গ – হাত-পা গরমে ঘামে। ঘুম- স্বাভাবিক। স্বপ্ন- চোরের স্বপ্ন দেখে।
উপরোক্ত বিষয় সমুহ পর্যালোচনা করে উক্ত তারিখে Stafisegria 200, ৭ দিন পর silicia 200, এবং ১৫ দিন পর Natrum Mur M/2 , নিয়ম অনুযায়ী সেবন করতে দিয়ে ১ মাস পর দেখা করতে বলি, ১ মাস পর রোগী এসে বলে যে অনেক লক্ষণ কমে গেছে, পরবর্তীতে ২২-০২-২০২০ ইং তারিখে Natrum Mur M/3 ৮ দিন পর Stafisegria 1M নিয়ম অনুযায়ী সেবন করতে দেই, , গত ১১-০৩-২০২০ ইং তারিখে তাঁর পাশের বাড়ি হতে ২ জন রোগী তাঁর কাছে আমাদের ঠিকানা নিয়ে চিকিৎসার জন্য আসেন আর জেসমিন আরার কথা বলেন যে সে সুস্থ হয়ে গেছেন, তাই দেখে এই ২ জন চিকিতসা নিতে আসছেন। এটা আল্লাহ তা’লার অপার মেহেরবাণী যে, মহান রাব্বুল আ’লামীন উনাকে হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে আরোগ্য দান করেছেন। হোমিও চিকিৎসায় আরোগ্য লাভ মহান আল্লাহর একান্ত মেহেরবাণী। আল্লাহ আমাদের উপর তাঁর রহমত অব্যাহত রাখুন এই প্রার্থনা করি সব সময়।

logo

চিকিৎসক
মো. আব্দুস সাত্তার হোমিওপ্যাথ, +8801729117347

logo

চিকিৎসক
ডাঃ ইবনে আসাদ আল মামুন
DHMS(FHMCH),
BHMEC Reg. No-36663
+8801772363283

"সর্বস্বত সংরক্ষিত© ২০২৩ এস এম হোমিওপ্যাথি মেডিকেল সেন্টার; ব্লগঃ ডিজাইনে SIAAM