logo

HOMOEOPATHY MEDICAL CENTER

মাথায় পানি জমা
(Hydrocefalas)




মস্তিষ্কের পুষ্টি সরবরাহ ও বর্জ্য পদার্থ নিষ্কাশনের কাজটি করে থাকে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড বা সিএসএফ নামের একধরনের তরল পদার্থ। কোনো কারণে যদি এই তরল মস্তিষ্ক থেকে ঠিকমতো বের না হতে পারে, তবে তা মাথার ভেতর জমে গিয়ে যে রোগের সৃষ্টি হয়, তার নাম হাইড্রোসেফালাস।

**কারণঃ**
১. বাচ্চা জন্মের সময় মাথায় আঘাত পেলে।
২. পিতা-মাতার দেহে চর্ম রোগ চাপা থাকলে।
৩. বংশগত যক্ষা (টিউবারকুলার) এর ইতিহাস থাকলে।

ব্যবস্থাপনাঃ
ঔষধ (হোমিওপ্যাথিক)
1. Tuberculinum bovinum 2. Calcerea phos/Flour. 3. Iodium 4. Apis melifica সহ লক্ষ্মণ অনুযায়ী হোমিওপ্যাথি ঔষধ।
পথ্যঃ মায়ের জন্যঃ
১. স্বাভাবিক খাবার।
২. নিষেধঃ গরুর গোস্ত, হাসের ডিম, হাসের গোস্ত, মিষ্টি।


চিকিসায় আরোগ্য হওয়া রোগীঃ

শামসুন্নাহার,

বয়স- ৭ দিন,
Admission Date: 06-11-2022; রোগী আইডি- ৬৪৮৩; (SM Homeo)

মোঃ শাহেদ- বয়স ১৬ দিন
Admission Date: 06-11-2022; রোগী আইডি-৬৪৭৮ (SM Homeo)

আহাদ, বয়স - ৩ মাস
Admission Date: 06-11-2022; রোগী আইডি- ৬৪৬২ (SM Homeo)

মনির হোসাইন, বয়স — ৪২ দিন
Admission Date: 06-11-2022; রোগী আইডি- ৬১৯২, (SM Homeo)


এটা আল্লাহ তা’লার অপার মেহেরবাণী যে, মহান রাব্বুল আ’লামীন উনাকে হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে আরোগ্য দান করেছেন। হোমিও চিকিৎসায় আরোগ্য লাভ মহান আল্লাহর একান্ত মেহেরবাণী। আল্লাহ আমাদের উপর তাঁর রহমত অব্যাহত রাখুন এই প্রার্থনা করি সব সময়।


logo

চিকিৎসক
মো. আব্দুস সাত্তার হোমিওপ্যাথ, +8801729117347

logo

চিকিৎসক
ডাঃ ইবনে আসাদ আল মামুন
বিবিএ(মার্কেটিং-NU), ডিএইচএমএস, (ঢাকা)
গভ. রেজিস্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসক, নং- ৩৬৬৬৩
+8801772363283

"সর্বস্বত সংরক্ষিত© ২০২৩ এস এম হোমিওপ্যাথি মেডিকেল সেন্টার; ব্লগঃ ডিজাইনে SIAAM