logo

HOMOEOPATHY MEDICAL CENTER

চোখের নিচের পাতায় টিউমার



হোমিওপ্যাথি চিকিসায় আরোগ্য


SM ID- 6615: CHv-8; MV-5; admission Dt: 9-02-2023; নাম: ই, বয়স -১১, ঠিকানা - টাংগাইল।
যে সকল সমস্যার জন্য চিকিৎসা নিতে আসাঃ

১। ডান চোখের নিচের পাতায় শক্ত টিউমার, ব্যাথা নাই, ৫-৬ মাস যাবৎ হয়েছে। [ছবিঃ চিকিৎসার শুরুতে ]


Avatar

অতীত রোগ ও চিকিৎসার ইতিহাসঃ নাই।
বংশগত রোগ ইতিহাস: দাদার ঘাড়ে টিউমার ছিল, ফুফুর চর্মরোগ ছিল।
মানসিক অবস্থাঃ রাগ বেশি।
ভয়ঃ বিড়াল দেখে। ।
খাদ্যঃ পোলাও, গোসত, ডিম, ফুচকা, ভাজাপোড়া প্রিয়, আলগা লবন খায় না।

আবহাওয়া কাতরতাঃ নাই।
চেহারা: শুকনো, ছোট বেলা থেকেই।
হাত-পাঃ নখ সমান, পরিস্কার।
ঘুমঃ স্বাভাবিক। ।
মলঃ স্বাভাবিক।
প্রস্রাবঃ স্বাভাবিক।

ঔষধ: 1st 15 days- sulp 2c,2nd 15 days- CP 2c, 25-3-23: CP 1M;
আজ ২০-৫-২৩ এ খবর পেলাম, টিউমার সমান হয়ে গেছে।
এটা মহান আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লার অপার মেহেরবানী যে রোগি অল্পতেই আল্লাহ তা’লার অপার মেহেরবানীতে খুব দ্রুত সুস্থ হয়ে গেছে। আল্লাহ আমাদের উপর তাঁর রহমত অব্যাহত রাখুন এই প্রার্থনা করি সব সময়।

logo

চিকিৎসক
ডাঃ ইবনে আসাদ আল মামুন
বিবিএ(মার্কেটিং-NU), ডিএইচএমএস, (ঢাকা)
গভ. রেজিস্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসক, নং- ৩৬৬৬৩
+8801772363283

"সর্বস্বত সংরক্ষিত© ২০২৩ এস এম হোমিওপ্যাথি মেডিকেল সেন্টার; ব্লগঃ ডিজাইনে SIAAM