আসুন আমরা ডায়াবেটিস সম্পর্কে জেনে নেইঃ-
অগ্ন্যাশয় (pancreas)- ইনসুলিন নামক হরমোন উৎপাদন ও রক্তে নিয়ন্ত্রণের জন্য কাজ করে। গ্লুকোজ রূপে শর্করা রক্তের প্রবাহের মাধ্যমে প্রতিটি কোষের মধ্যে প্রবেশ করে। “ইন্ট্রাসেলুলার” আন্তঃগ্লুকোজ হচ্ছে কোষের জ্বালানী স্বরূপ যা ছাড়া কোষ কাজ সম্পাদন করতে পারে না। ডায়াবেটিস বা বহুমূত্র হলে পেনক্রিয়াস বা অগ্ন্যাশয়ের বিটা সেল বা কোষ এ বিপর্যয় ঘটে, ফলে ইনসুলিন নামক হরমোন উৎপাদন করতে পারে না। তখন রক্তে চিনি বা শর্করার উপস্থিতি জনিত অসামঞ্জস্যতা দেখা দেয়। ইনসুলিনের ঘাটতিই হলো এ রোগের মূল কথা। অগ্ন্যাশয় থেকে নিঃসৃত হরমোন ইনসুলিন, যার সহায়তায় দেহের কোষগুলো রক্ত থেকে গ্লুকোজকে নিতে সমর্থ হয় এবং একে শক্তির জন্য ব্যবহার করতে পারে। অগ্ন্যাশয় যদি যথেষ্ট ইনসুলিন তৈরী করতে না পারে অথবা শরীর যদি উৎপন্ন ইনসুলিন ব্যবহারে ব্যর্থ হয় তা হলে যে রোগ হয় তা হল ডায়াবেটিস বা বহুমূত্র রোগ। ইনসুলিন উৎপাদন বা ইনসুলিনের কাজ করার ক্ষমতা-এর যে কোন একটি বা দুইটিই যদি না হয় তাহলে রক্তে বাড়তে থাকে গ্লুকোজ। আর একে নিয়ন্ত্রন না করা গেলে নানা রকম জটিলতা দেখা দেয়।
ডায়াবেটিস (Diabetes) ইংরেজি শব্দ যার অর্থ বহুমূত্র। ডায়াবেটিস একটি হরমোন সংশ্লিট রোগ। আমাদের শরীরে ইনসুলিন নামের হরমোনের সম্পূর্ন বা আপেক্ষিক ঘাটতির কারণে বিপাকজনিত গোলযোগ সৃষ্টি হয়ে রক্তে গ্লুকোজের পরিমান বৃদ্ধি পায় এবং এক সময় তা প্রস্রাবের সঙ্গে বেরিয়ে আসে। এই সামগ্রিক অবস্থাকে ডায়াবেটিস বলে। ডায়াবেটিস ছোঁয়াচে বা সংক্রামক কোন রোগ নয়। বর্তমানে পৃথিবীর ২-৫ ভাগ লোক এ-রোগে আক্রান্ত।
ডায়াবেটিস এর শ্রেনীবিভাগ (Classification of Diabetes)-
ডায়াবেটিস প্রধানত দুই প্রকার। যথা-
ডায়াবেটিস মেলিটাস আবার দুই প্রকার।
ডায়াবেটিস ইনসিপিডাস আবার দুই প্রকার। যথাঃ
এছাড়া ব্রিটিশ ডায়াবেটিস এসোসিয়েশন কর্তৃক শ্রেণীবিভাগ -যথা ঃ
ডায়াবেটিসের কারণ (Causes of Diabetes)-
ডায়াবেটিসের লক্ষণ -
রোগানুসন্ধান (Investigation)-
ভাবীফল (Prognosis)-
নিয়ন্ত্রিত ও দক্ষতার সাথে চিকিৎসা করিলে পূর্বের অবস্থায় ফিরে আসতে পারে। ডায়াবেটিস জটিল আকার ধারন করিলে এবং গর্ভাবস্থায় ১ম পর্যায়ে ডায়াবেটিস আক্রান্ত হলে এর ভাবীফল খারাপ।
জটিলতা (complication)-
ব্যবস্থাপনা (Management)-
ঔষধ (Medicine) সাদৃশ্য লক্ষনানুসারে হোমিওপ্যাথি ঔষধ যোগ্যতাসম্পূর্ন হোমিওপ্যাথ এর পরামর্শ অনুযায়ী সেবন করা উচিত। যেমন-
Aceticum Acidum Aconite Nap, Arsenic Album, Aqua, Alfalfa, Anatherum, Asclepias, Arsenicum Bromatum, Agaricus Muscarius, Ammonium Acet. Apocynum, Argentum Muriaticum, Aurum Mur, Carlsbad Calcarea Cornuti, Coca, Cimicifuga Racemosa, Codeinum , Crataegus Oxyacantha , Cuprum Arsenicosum , Chionanthus Virginica , Capsicum Annuum, Castanea Vesca, Cahinca, Cannabis Indica, Causticum, Chininum Sulphuricum, Cina, Convallaria, Dulcamara, Euonymus Atropurpurea, Ecithinum, Equisetum, Ferrum Muriaticum, Glycerinum, Gelsemium, Glonoine, Heloderma Suspectum, Iris Versicolor Inula Helenium , Ichthyolum , Joanesia Asoca , Menyanthes Trifoliata, Phaseolus Nanus, Urea Pura , Vanadium, Kali Iodatum, Kreosotum, Kalium Nitricum , Kousso, Ledum Pal. Lilium Tigrinum , Lithium Carbonicum, Lycopodium Clavat. Medorrhinum, Mercurius Corrosiv. Murex, Petroselinum Sativum , Pulex Irritans , Pulsatilla Pratensis , Physalis Peruviana, Picric Acid, Platina-mur-nat. Pulsatilla, Phosphorica, Santoninum , Sambucus, Sanguinaria, Santonium, Sarsaparilla, Scilla, Veratrum Virideইত্যাদিসহ যে কোন ঔষধ লক্ষণ সদৃশ ব্যবহার করা যায়।
উপদেশ (advice)-
সুত্রঃ এসেন্স ডায়াবেটিস নির্দেশিকা- ডাঃ এ আর খান
আরোগ্যের বিবরণ (০১)
আইডি নং- ৩০৬৮, মোঃ ........ইসলাম - বয়স- ৪৮ বৎসর , পিতা- ........ঠিকানাঃ ...., শিবনাথ স্কুলের উত্তর পাশে, সদর, টাঙ্গাইল। বিগত ২৫-০৬-২০১৯ ইং তারিখে চিকিৎসার আমাদের এস এম হোমিওপ্যাথি মেডিক্যাল সেন্টারে জন্য আসেন। তাঁর রোগ বিবরণী নিম্নে দেওয়া হোল –প্রধান উপসর্গ –
বংশগত রোগ ইতিহাসঃ দাদার যক্ষা ছিলো, বাবার ডায়াবিটিস ও ঠান্ডা ছিল, মায়ের ডায়াবিটিস ছিলো।
মানসিক তথ্য- শান্ত স্বভাব, অন্ধকারে ভয় পায়। কুকুর ভীতি আছে। বেশি লোকজন একত্রে দেখলে বুক ধরফর করে।
খাদ্য- মিষ্টি প্রচুর পছন্দ, মিষ্টির দোকানের সামনে দিয়ে গেলে মিষ্টি যেন ডাকে, না খেতে পারলে মানসিক অশান্তিতে ভুগে সেই ছোট সময় থেকেই, প্রতিদিন মধু খাবার অভ্যাস আছে, গরুর গোস্ত প্রিয়। গরম খাবার পছন্দ।
পিপাসা- প্রচুর।
আবহাওয়ার অনুভুতি- গরমকাতর, ঠাণ্ডা পানিতে গোসলে আরাম লাগে।
মল – স্বাভাবিক।
প্রস্রাব- ঘন ঘন হয়, রাতের চেয়ে দিনে বেশি, ১০-১২ বার। প্রস্রাবে দুর্গন্ধ আছে, প্রস্রাব গরম মনেহয়।
চর্ম : ঘাম কম, শরিরে আঁচিল।
ঘুম- স্বাভাবিক।
স্বপ্ন- সাপ যেন তাকে তাড়া করে।
উপরোক্ত বিষয় সমুহ পর্যালোচনা করে তাকে বিভিন্ন সময়ে Hypericum M/2-3, Argent Nit M/3-5, Ars Alb M/2- 3, Agaricus 1M, Naja T 200, Tuberculinum 1M, Ruta 1M-10M, Sulphur M/2-4 , নিয়ম অনুযায়ী সেবন করানো হয়, এবং এর মাঝে বিভিন্ন সময়ে RBS 16, 12, 9, 5.5, 6.2 এভাবে রিপোর্ট পেতে থাকি। পরবর্তীতে গত ১৮-০৩-২০২০ তারিখে GTT test এর রিপোর্ট নিয়ে আসেন যাতে দেখা যায় Fasting - 6.4; 75 gram Glucose - 11.2; 2 hours After Lunch - 8.5;
এখন তিনি সাভাবিক জীবন-যাপন করে চলেছেন। সুস্থ মানুষের মতো মধু, মিষ্টি খাচ্ছেন।
আরোগ্যের বিবরণ (০২)
আইডি নং- ২৬৪৬
নামঃ সো....... বেগম, বয়স- ৩৮ বছর, স্বামী- মোঃ ...... হক, গ্রাম- চরহামজানী, থানাঃ কালিহাতি, জেলাঃ টাঙ্গাইল। বিগত ২৬/০১/২০১৯ ইং তারিখে চিকিৎসার জন্য আমাদের এস এম হোমিওপ্যাথি মেডিকেল সেন্টার, পটল বাজারে আসেন। নিম্নে তার রোগীলিপি ও চিকিৎসার বিবরণী দেওয়া হলোঃ
প্রধান উপসর্গ –
২। পায়ের গোছায় ব্যথা হয়, ফলে হাটতে কষ্ট হয়।
৩। RBS সকালে খালি পেটে 2 m.mo/l প্রতিমাসে ৭ কেজি করে চিনি তাঁর একা খেতে হয়, সকালে চিনি না খেলে মাথা ঘুরে পড়ে যায় ।
৪। কাশি – সকালে বেশি থাকে।
৫। আমবাত আছে- গরমে বৃদ্ধি পায়।
বংশগত রোগ ইতিহাসঃ বাবার বাতের সমস্যা ছিল, বাবা গুল ব্যবহার করত, ছোট ভাই ব্রেইন টিউমারে মারা গেছে।
মানসিক অবস্থাঃ শান্ত।
খাদ্যাভ্যাসঃ খাবারের সময় টোকা (আলগা) লবণ খেতে হয়। গরম খাবার, মাংস ও মিষ্টি প্রিয়।
পিপাসাঃ স্বাভাবিক।
আবহাওয়ার কাতরতাঃ গরম কাতর।
হাত-পা ঃ পায়ের তলায় জ্বালা ও ব্যাথা আছে, গোড়ালিতে ব্যাথা, ঠান্ডায় আরাম লাগে, ব্যাথা উপর দিকে উঠে ।
প্রস্রাব ঃ জ্বালা ছিল ২ বছর আগে।
মলঃ স্বাভাবিক ।
ঘুমঃ কম, স্বপ্নঃ দুর্ঘটনা দেখে।
তার রোগ বিবরণী পর্যালোচনা করে ১৬/১১/২০১৮ তারিখে Aurum Met 1m পরিবর্তনশীল পদ্ধতিতে সেবন করতে দেই, পরবর্তীতে প্রস্রাবের জ্বালা লক্ষনে Medorhin M/2-M/5 পর্যন্ত নিয়মানুযায়ী সেবন করাই, এতে RBS 2m.mo/l থেকে RBS 3m.mo/l এ গিয়ে থেমে থাকে, আরো উন্নতির দিকে না যাওয়ার পরবর্তীতে Eupetorium Purpuram M/2 –M/5 সেবন করতে দেওয়া হলে তাঁর RBS Test করান এবং দেখা যায় যে তার RBS সকালে খালি পেটে 3m.mo/l থেকে 6 m.mo/l হয়ে গেছে, বর্তমানে গত ১২/০৩/২০১৯ তারিখে তার স্বামীর সাথে আলাপ করে জানতে পারলাম যে তিনি আবার RBS Test করান এবং RBS 6 m.mo/l ই আছে, আর প্রতি মাসে ৭ কেজি চিনি লাগে না, স্বাভাবিক জীবন যাপন করছেন।
এটা আল্লাহ তা’লার অপার মেহেরবাণী যে, প্রচলিত ভাবে জানা যায় ডায়াবেটিস রোগ দুরারোগ্য, একবার হলে আর সারে না, কিন্তু দেখা যাচ্ছে যে মহান রাব্বুল আ’লামীন উনাকে হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে আরোগ্য দান করেছেন। সুতরাং “ সব কিছুর মালিক আল্লাহ, আর উনি যা চান তাই করতে পারেন, আমাদেরকে তাঁর কাছেই প্রত্যাবর্তন করতে হবে” ।
আল্লাহ আমাদের উপর তাঁর রহমত অব্যাহত রাখুন এই প্রার্থনা করি সব সময়।
আরোগ্যের বিবরণ (০৩)
আঃ মাষ্টার, আই ডি ৪৬৫২ বয়স ৬৩ বছর, চরদুগাপুর, কালিহাতী, টাংগাই। রোগী লিপি তারিখ ১০-
০২-২০২১
প্রধান সমস্যাঃ পাকস্থলীতে আলসার - মাস যাবৎ, পেটে বেদনা আছে, খানা খাবার পর বেদনা কম হয়, পেট খালি হলে
বেদনা বাড়ে। পেটে গ্যাস আছে, বায়ু বের হয়, বমি বমি ভাব হয় কিন্তু বমি হয় না। মুখের স্বাদ পানসে, দেহের
হাড়ে জ্বর থাকে, পাকস্থলীতে ক্ষত হয়েছে।
মানসিক অবস্থাঃ রোগের কারণে হতাশা গ্রস্থ, ভলো হবেন বলে মনে করে। অন্ধকারে ভুতের ভয় আছে।
খাবারঃ পছন্দ - মিষ্টি, গোস্ত। অপছন্দ - ঝাল, শাক সহ্য হয় না।
অতীত রোগ ইতিহাসঃ মনে নাই। তবে ছোট সময়ে চর্মরোগ হয়েছিল।
অতীত রোগ চিকিৎসার ইতিহাসঃ কবিরাজি, এলোপ্যাথি।
বংশগত রোগ ইতিহাসঃ মনে নাই।
আবহাওয়া কাতরতাঃ শীত কাতর।
চর্মরোগঃ দুই রানের চিপায় আছে।
হাত-পাঃ শীতের সময় হাত-পা ফাটে। পায়ে জ্বালা।
মল- আমযুক্ত, দিনে বেশি হয়। ২/ বার
প্রস্রাবঃ দুরগন্ধ
23-2-21: kalibice 1M, 10M, Petroleum 0/2; 0/3; Syphilinum 50M; Sulphur 1M, 10M, CM; Medorhinum
0/2; 0/3, 0/4, ধারাবাহিকভাবে লক্ষণানুযায়ী সেবন করানো হয়েছে।
03-01-2022 এ শেষবার ঔষধ নিয়েছেন। ৫-১২-২০২২ঃ ডায়াবেটিস নাই, আলসার নাই, পেটের ব্যথা নাই। সুস্থ
- আলহামদুলিল্লাহ।