স্তন টিউমার এর চিকিৎসায় হোমিওপ্যাথি
SM ID- 2492 (MV-3; CH-v-2)
নামঃ সু...... বেগম, বয়সঃ ২২ বৎসর, স্বামীঃ মোঃ ..........ফ, ঠিকানাঃ কালিহাতী, টাংগাাইল, রোগীলিপি তারিখঃ ২৫-০৯-২০১৮ ইং
প্রধান সমস্যাঃ
অতীত রোগ ও চিকিৎসার ইতিহাসঃ চর্ম রোগ দাদ ছিল, মলম দিয়ে সাড়ানো।
মানসিক অবস্থাঃ রাগী, মনের দুঃখে ঘরের কোনায় গিয়ে কান্না করে।
ভয়ঃ অন্ধকারে ভুতের ভয়।
খাদ্যঃ ঠান্ডা খাবার পছন্দ। লবন প্রিয়। ঝাল খাবার প্রিয়। মিষ্টি প্রিয়। পিপাসা- বেশি।
হাত-পাঃ পা জ্বালা করে।
চর্মঃ আঁচিল আছে।
জেনিটালিয়াঃ ঋতু স্রাাব কম, ঋতু স্রাবের শুরুতে ব্যথা হয়।
প্রস্রাবঃ স্বাভাবিক।
মলঃ মলের বেগের কারণে ঘুম হতে উঠতে বাধ্য হয়।
ঘুমঃ কম। স্বপ্নঃ মৃত মানুষ, পুলিশ, সাপ, নিজেকে উড়ে যেতে ও উপর থেকে পড়ে যেতে দেখে।
এলোপ্যাথিক চিকিৎসক উনার ব্রেস্ট অপারেশন করে কেটে ফেলতে বলেছিলেন, কিন্তু উনি তা না করে হোমিওপ্যাথি চিকিৎসা গ্রহন করতে আসেন, উনাকে প্রায় ১ বছর কাল লক্ষনানুযায়ী Ferum Met, Thuja oc, Shyphilinum ইত্যাদি সেবন করান হয়। আলহামদুলিল্লাহ , উনার ব্রেস্ট কেটে ফেলতে হয় নি, এখনও সুস্থ আছেন। (under construction)