আমরা ক'জন হোমিওপ্যাথি চিকিৎসক ২০১৯ সালের করোনা সংক্রমণের সময় অনলাইন ক্লাশ শুরু করি। নিজেরা আলাপ আলোচনা, ডিসকাশন ক্লাস
গ্রুপ লেখনি ইত্যাদর মাধ্যমে যা পাই, তা হলো- আমাদের হোমিওপ্যাথি চিকিৎসকের অজ্ঞতা, সবচেয়ে বড় বিষয় হলো- আমাদের চিকিৎসা সফলতা বিষয়ে বা বিপদে পারস্পারিক সহযোগিতা
করার বিষয়ে তেমন কোন অনলাইন সাপোর্ট নাই, যা আছে, তা ব্যক্তিগত এবং শুধুমাত্র নিজস্ব গুন গড়িমা প্রচারিত, আবার তার কোন ক্লিনিক্যাল বা প্যাথলজিক্যাল প্রমাণ ও তেমন নেই।
তারপর থেকে ধীরে ধীরে নিজেদের চাহিদামত গবেষণা, রোগী পরীক্ষা, প্যাথিলজিক্যাল টেস্ট সম্পর্কে জ্ঞ্যন আহরনের প্রচেষ্টা শুরু করি এবং যেভাবে আমরা শিখছি, রোগীদেরকে বিশেষজ্ঞ চিকিতসকদের
দেখানো পথে চিকিৎসা করে তার সফলতা, রোগ উৎস, কারণ সমুহ, ভাবী ফল, জটিলতা, অনুসন্ধান,প্যাথিলজিক্যাল পরীক্ষা , পথ্য, বিধি নিষেধ ইত্যাদি সম্পকে
সংকলন শুরু করি যা চলমান থাকবে।
বিভিন্ন এলাকার নবীন-প্রবীন চিকিৎসকদের নিয়ে আমাদের "হোমিও ডক্টর" দের পথ চলা।
আপনাকে স্বাগতম।