SM HOMOEOPATHY DOCTOR

বয়ঃসন্ধিকালীন সমস্যা



বয়ঃসন্ধিকালীন সমস্যা চিকিৎসায় হোমিওপ্যাথি

আইডি নংঃ 4199 (MV-04; CHV-6)
নামঃ রা......, বয়সঃ ১৪ বৎসর, পিতাঃ ...... স, ঠিকানাঃ দশকিয়া মালো পাড়া, কালিহাতি, টাঙ্গাইল, রোগীলিপি তারিখঃ ১৬-০৪-২০২০ ইং
প্রধান সমস্যাঃ
১. স্বপ্নদোষ হয়, ১৫-১৬ দিন পর পর।
২. হস্তমৈথুনের অভ্যাস। ছাড়তে চায়।
৩. শরীর দু্র্বল লাগে, ১০-১৫ মিনিট বসে থাকলে দুনিয়া সহ ঘুরে। মনে হয় পড়ে যাবে।

অতীত রোগ ও চিকিৎসার ইতিহাসঃ নাই।
মানসিক অবস্থাঃ রাগী স্বভাব, কারও কথা সহ্য হয় না, বিরক্ত লাগে।
খাদ্যঃ
পছন্দঃ মাছ, গরুর গোস্ত।
অ-পছন্দঃ শাক-আলু, ডিম, দুধ।
পিপাসাঃ স্বাভাবিক।

মলঃ স্বাভাবিক।
প্রস্রাবঃ স্বাভাবিক।
ঘুমঃ প্রচুর।
স্বপ্নঃ সংগমের স্বপ্ন দেখে।
Medicine used:
China 0/2: 0/3; Stafisegrea 30, লক্ষণানুসারে প্রয়োগ করতে হয়েছে।
গত ২৬-০৪-২০২০ এর পর আর ঔষধ দিতে হয় নি। তখন থেকেই স্বপ্নদোষ বন্ধ, ২০২১ সালের নভেম্বর মাসের দিকে বিয়ে করেছে। ৩০-১২-২০২২, এখমো এটা মহান রাব্বুল আ’লামিনের একান্ত মেহেরবানী। আলহামদুলিল্লাহ।

logo

চিকিৎসক
ডাঃ ইবনে আসাদ আল মামুন
বিবিএ(মার্কেটিং-NU), ডিএইচএমএস, (ঢাকা)
গভ. রেজিস্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসক, নং- ৩৬৬৬৩
+8801772363283

"সর্বস্বত সংরক্ষিত© ২০২৩ এস এম হোমিওপ্যাথি মেডিকেল সেন্টার; ব্লগঃ ডিজাইনে SIAAM