logo

HOMOEOPATHY DOCTOR

📚 Home

BHMEC- ডিপ্লোমা ইন হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি (DHMS) ভর্তিচ্ছুক ছাত্র-ছাত্রীদের জন্য

ডিএইচএমএস ভর্তি (DHMS admission Model Test) মডেল টেস্ট ও উত্তর

DHMS Admission Model Test

বিষয়: বাংলা (MCQ অনুশীলন) # ইংরেজি (MCQ অনুশীলন) # সাধারণ জ্ঞান (MCQ অনুশীলন)

১। কোনটি শুদ্ধ বানান?

(ক) দূর্গা

(খ) দুর্গা

(গ) দূর্গ

(ঘ) দূর্গ্গা

সঠিক উত্তর: (খ) দুর্গা

২। 'পোস্টমাস্টার' গল্পটি কার লেখা?

(ক) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

(খ) রবীন্দ্রনাথ ঠাকুর

(গ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

(ঘ) কাজী নজরুল ইসলাম

সঠিক উত্তর: (খ) রবীন্দ্রনাথ ঠাকুর

৩। 'হাত-ভারী' বাগধারাটির অর্থ কী?

(ক) অলস

(খ) কৃপণ

(গ) ধনী

(ঘ) অভিজ্ঞ

সঠিক উত্তর: (খ) কৃপণ

৪। 'অক্ষির সমীপে' এক কথায় কী হবে?

(ক) পরোক্ষ

(খ) সমক্ষ

(গ) প্রত্যক্ষ

(ঘ) দূরক্ষ

সঠিক উত্তর: (খ) সমক্ষ

৫। বাংলা বর্ণমালায় মোট বর্ণ কয়টি?

(ক) ৩৫টি

(খ) ৩৯টি

(গ) ৫০টি

(ঘ) ৫২টি

সঠিক উত্তর: (গ) ৫০টি

৬। 'নীল' শব্দটির প্রকৃতি ও প্রত্যয় কোনটি?

(ক) নীল + অ

(খ) নি + ল

(গ) নীল্ + অ

(ঘ) নীল + আ

সঠিক উত্তর: (গ) নীল্ + অ

৭। কোনটি বহুব্রীহি সমাসের উদাহরণ?

(ক) কূলের সমীপে

(খ) যার নেই আকার

(গ) নদী মাতা যার

(ঘ) হাতে ও কলমে

সঠিক উত্তর: (গ) নদী মাতা যার (নদীমাতৃক)

৮। কোনটি খাঁটি বাংলা উপসর্গ?

(ক) অতি

(খ) অপি

(গ) অজ

(ঘ) নির

সঠিক উত্তর: (গ) অজ

৯। বাংলা ভাষার উৎস কী?

(ক) প্রাকৃত ভাষা

(খ) অপভ্রংশ

(গ) মাগধী প্রাকৃত

(ঘ) বৈদিক ভাষা

সঠিক উত্তর: (গ) মাগধী প্রাকৃত

১০। বাংলা গদ্যের জনক বলা হয় কাকে?

(ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

(খ) রাজা রামমোহন রায়

(গ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

(ঘ) প্যারীচাঁদ মিত্র

সঠিক উত্তর: (ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

১১। 'মনীষা' শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?

(ক) মনঃ + ঈষা

(খ) মন + ঈষা

(গ) মনাঃ + ঈষা

(ঘ) মনি + ঈষা

সঠিক উত্তর: (খ) মন + ঈষা

১২। 'সন্ধি' ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?

(ক) ধ্বনিতত্ত্ব (Phonology)

(খ) শব্দতত্ত্ব (Morphology)

(গ) বাক্যতত্ত্ব (Syntax)

(ঘ) অর্থতত্ত্ব (Semantics)

সঠিক উত্তর: (ক) ধ্বনিতত্ত্ব

১৩। কোনটি স্বরধ্বনি?

(ক) ক

(খ) খ

(গ) এ

(ঘ) ণ

সঠিক উত্তর: (গ) এ

১৪। 'স্বাধীনতা তুমি' কবিতাটির রচয়িতা কে?

(ক) শামসুর রাহমান

(খ) জীবনানন্দ দাশ

(গ) জসীমউদ্‌দীন

(ঘ) সুফিয়া কামাল

সঠিক উত্তর: (ক) শামসুর রাহমান

১৫। যে ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে, তাকে কী বলে?

(ক) প্রকৃতি

(খ) বিভক্তি

(গ) উপসর্গ

(ঘ) কারক

সঠিক উত্তর: (ক) প্রকৃতি

শুভ কামনা! আপনার প্রস্তুতি সফল হোক।

🔼

বিষয়: ইংরেজি (MCQ অনুশীলন)

১। Neither of the boys _____ present in the class.

(ক) are

(খ) is

(গ) were

(ঘ) have been

সঠিক উত্তর: (খ) is

২। He abstained _____ drinking.

(ক) at

(খ) from

(গ) in

(ঘ) to

সঠিক উত্তর: (খ) from

৩। What is the synonym of 'Diligent'?

(ক) Clever

(খ) Hardworking

(গ) Lazy

(ঘ) Cunning

সঠিক উত্তর: (খ) Hardworking

৪। The phrase 'To nip in the bud' means:

(ক) To start something early

(খ) To destroy or check early

(গ) To grow slowly

(ঘ) To care for a flower

সঠিক উত্তর: (খ) To destroy or check early

৫। The passive form of 'Who did this?' is:

(ক) By whom was this done?

(খ) This was done by whom?

(গ) Who was done this by?

(ঘ) By who this was done?

সঠিক উত্তর: (ক) By whom was this done?

৬। Identify the adverb in the following sentence: "She sings beautifully."

(ক) She

(খ) sings

(গ) beautifully

(ঘ) The whole sentence

সঠিক উত্তর: (গ) beautifully

৭। Which of the following is the correct spelling?

(ক) Supercede

(খ) Superceed

(গ) Superseede

(ঘ) Supersede

সঠিক উত্তর: (ঘ) Supersede

৮। If I had known him, I _____ him.

(ক) will invite

(খ) would invite

(গ) would have invited

(ঘ) inviting

সঠিক উত্তর: (গ) would have invited

৯। It is high time you _____ your habit.

(ক) change

(খ) changed

(গ) are changing

(ঘ) will change

সঠিক উত্তর: (খ) changed

১০। What is the antonym of 'Flexible'?

(ক) Adjustable

(খ) Pliable

(গ) Rigid

(ঘ) Adaptable

সঠিক উত্তর: (গ) Rigid

১১। He is _____ M.A. in English.

(ক) a

(খ) an

(গ) the

(ঘ) No article

সঠিক উত্তর: (খ) an

১২। The indirect speech of 'He said, "I am ill"' is:

(ক) He said that he is ill.

(খ) He said that I was ill.

(গ) He said that he had been ill.

(ঘ) He said that he was ill.

সঠিক উত্তর: (ঘ) He said that he was ill.

১৩। Choose the grammatically correct sentence:

(ক) He is senior than me.

(খ) He is senior to me.

(গ) He is senior from me.

(ঘ) He is senior of me.

সঠিক উত্তর: (খ) He is senior to me.

১৪। What is the feminine gender of 'Stag'?

(ক) Hen

(খ) Doe

(গ) Lioness

(ঘ) Hind

সঠিক উত্তর: (ঘ) Hind

১৫। I cannot _____ this insult anymore. (Use appropriate phrasal verb)

(ক) put up with

(খ) put down

(গ) put out

(ঘ) put away

সঠিক উত্তর: (ক) put up with

বিষয়: সাধারণ জ্ঞান (MCQ অনুশীলন)

১। **হোমিওপ্যাথির জনক** হিসেবে কাকে গণ্য করা হয়?

(ক) হিপোক্রেটিস (Hippocrates)

(খ) স্যামুয়েল হ্যানিম্যান (Samuel Hahnemann)

(গ) এডওয়ার্ড জেনার (Edward Jenner)

(ঘ) লুই পাস্তুর (Louis Pasteur)

সঠিক উত্তর: (খ) স্যামুয়েল হ্যানিম্যান (Samuel Hahnemann)

২। **বাংলাদেশের স্বাধীনতা** কবে ঘোষণা করা হয়েছিল?

(ক) ৭ মার্চ, ১৯৭১

(খ) ১৬ ডিসেম্বর, ১৯৭১

(গ) ২৬ মার্চ, ১৯৭১

(ঘ) ২৬ জানুয়ারি, ১৯৭১

সঠিক উত্তর: (গ) ২৬ মার্চ, ১৯৭১

৩। কোন ভিটামিনটি **'সূর্যের আলোকের ভিটামিন'** (Sunshine Vitamin) নামে পরিচিত?

(ক) ভিটামিন এ

(খ) ভিটামিন বি

(গ) ভিটামিন সি

(ঘ) ভিটামিন ডি

সঠিক উত্তর: (ঘ) ভিটামিন ডি

৪। **জাতিসংঘের (UN)** সদর দপ্তর কোথায় অবস্থিত?

(ক) জেনেভা

(খ) ওয়াশিংটন ডি.সি.

(গ) নিউ ইয়র্ক

(ঘ) লন্ডন

সঠিক উত্তর: (গ) নিউ ইয়র্ক

৫। বাংলাদেশের **দীর্ঘতম নদী** কোনটি?

(ক) পদ্মা

(খ) যমুনা

(গ) মেঘনা

(ঘ) সুরমা

সঠিক উত্তর: (গ) মেঘনা (বাংলাদেশে সবচেয়ে বেশি পথ অতিক্রমকারী নদী হিসেবে)

৬। **কোষের শক্তিঘর** (Powerhouse of the cell) কোনটি?

(ক) নিউক্লিয়াস

(খ) রাইবোসোম

(গ) এন্ডোপ্লাজমিক রেটিকুলাম

(ঘ) মাইটোকন্ড্রিয়া

সঠিক উত্তর: (ঘ) মাইটোকন্ড্রিয়া

৭। বাংলাদেশের জাতীয় সংগীত **'আমার সোনার বাংলা'**, কার লেখা?

(ক) কাজী নজরুল ইসলাম

(খ) জীবনানন্দ দাশ

(গ) রবীন্দ্রনাথ ঠাকুর

(ঘ) জসীমউদ্দীন

সঠিক উত্তর: (গ) রবীন্দ্রনাথ ঠাকুর

৮। **বিশ্ব স্বাস্থ্য দিবস** (World Health Day) প্রতি বছর কবে পালিত হয়?

(ক) ৫ জুন

(খ) ১০ ডিসেম্বর

(গ) ৭ এপ্রিল

(ঘ) ২৪ অক্টোবর

সঠিক উত্তর: (গ) ৭ এপ্রিল

৯। বাংলার **'বিদ্রোহী কবি'** হিসেবে কে পরিচিত?

(ক) রবীন্দ্রনাথ ঠাকুর

(খ) মাইকেল মধুসূদন দত্ত

(গ) কাজী নজরুল ইসলাম

(ঘ) সুকান্ত ভট্টাচার্য

সঠিক উত্তর: (গ) কাজী নজরুল ইসলাম

১০। **তড়িৎ প্রবাহ** (Electric Current) পরিমাপের SI একক কী?

(ক) ভোল্ট (Volt)

(খ) ওয়াট (Watt)

(গ) ওহম (Ohm)

(ঘ) অ্যাম্পিয়ার (Ampere)

সঠিক উত্তর: (ঘ) অ্যাম্পিয়ার (Ampere)

১১। বর্তমানে বাংলাদেশে কয়টি **প্রশাসনিক বিভাগ** রয়েছে?

(ক) ৬ টি

(খ) ৭ টি

(গ) ৮ টি

(ঘ) ১০ টি

সঠিক উত্তর: (গ) ৮ টি

১২। **'মেঘনাদ বধ কাব্য'** মহাকাব্যের রচয়িতা কে?

(ক) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

(খ) মাইকেল মধুসূদন দত্ত

(গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

(ঘ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

সঠিক উত্তর: (খ) মাইকেল মধুসূদন দত্ত

১৩। **জাপানের মুদ্রার নাম** কী?

(ক) ওন (Won)

(খ) ইউরো (Euro)

(গ) ইউয়ান (Yuan)

(ঘ) ইয়েন (Yen)

সঠিক উত্তর: (ঘ) ইয়েন (Yen)

১৪। পৃথিবীর বায়ুমণ্ডলে **সবচেয়ে বেশি পরিমাণে** কোন গ্যাসটি আছে?

(ক) অক্সিজেন

(খ) কার্বন ডাই অক্সাইড

(গ) আর্গন

(ঘ) নাইট্রোজেন

সঠিক উত্তর: (ঘ) নাইট্রোজেন

১৫। হোমিওপ্যাথিকে **DHMS-এর পূর্ণরূপ** কী?

(ক) ডাক্তার অফ হেলথ ম্যানেজমেন্ট সার্ভিসেস

(খ) ডিপ্লোমা ইন হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি

(গ) ডিপ্লোমা ইন হেলথ অ্যান্ড মেডিকেল সায়েন্স

(ঘ) ডাক্তার অফ হোমিওপ্যাথিক মেডিকেল সায়েন্স

সঠিক উত্তর: (খ) ডিপ্লোমা ইন হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি

এটি বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞানের মডেল টেস্ট সম্পূর্ণ করল। শুভ কামনা রইল!

"সর্বস্বত সংরক্ষিত© ২০২৩ এস এম হোমিওপ্যাথি মেডিকেল সেন্টার; ব্লগঃ ডিজাইনে SIAAM