
ডিএইচএমএস ভর্তি (DHMS admission Model Test) মডেল টেস্ট ও উত্তর
বিষয়: বাংলা (MCQ অনুশীলন) # ইংরেজি (MCQ অনুশীলন) # সাধারণ জ্ঞান (MCQ অনুশীলন)
১। কোনটি শুদ্ধ বানান?
(ক) দূর্গা
(খ) দুর্গা
(গ) দূর্গ
(ঘ) দূর্গ্গা
২। 'পোস্টমাস্টার' গল্পটি কার লেখা?
(ক) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
(খ) রবীন্দ্রনাথ ঠাকুর
(গ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
(ঘ) কাজী নজরুল ইসলাম
৩। 'হাত-ভারী' বাগধারাটির অর্থ কী?
(ক) অলস
(খ) কৃপণ
(গ) ধনী
(ঘ) অভিজ্ঞ
৪। 'অক্ষির সমীপে' এক কথায় কী হবে?
(ক) পরোক্ষ
(খ) সমক্ষ
(গ) প্রত্যক্ষ
(ঘ) দূরক্ষ
৫। বাংলা বর্ণমালায় মোট বর্ণ কয়টি?
(ক) ৩৫টি
(খ) ৩৯টি
(গ) ৫০টি
(ঘ) ৫২টি
৬। 'নীল' শব্দটির প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
(ক) নীল + অ
(খ) নি + ল
(গ) নীল্ + অ
(ঘ) নীল + আ
৭। কোনটি বহুব্রীহি সমাসের উদাহরণ?
(ক) কূলের সমীপে
(খ) যার নেই আকার
(গ) নদী মাতা যার
(ঘ) হাতে ও কলমে
৮। কোনটি খাঁটি বাংলা উপসর্গ?
(ক) অতি
(খ) অপি
(গ) অজ
(ঘ) নির
৯। বাংলা ভাষার উৎস কী?
(ক) প্রাকৃত ভাষা
(খ) অপভ্রংশ
(গ) মাগধী প্রাকৃত
(ঘ) বৈদিক ভাষা
১০। বাংলা গদ্যের জনক বলা হয় কাকে?
(ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
(খ) রাজা রামমোহন রায়
(গ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
(ঘ) প্যারীচাঁদ মিত্র
১১। 'মনীষা' শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
(ক) মনঃ + ঈষা
(খ) মন + ঈষা
(গ) মনাঃ + ঈষা
(ঘ) মনি + ঈষা
১২। 'সন্ধি' ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?
(ক) ধ্বনিতত্ত্ব (Phonology)
(খ) শব্দতত্ত্ব (Morphology)
(গ) বাক্যতত্ত্ব (Syntax)
(ঘ) অর্থতত্ত্ব (Semantics)
১৩। কোনটি স্বরধ্বনি?
(ক) ক
(খ) খ
(গ) এ
(ঘ) ণ
১৪। 'স্বাধীনতা তুমি' কবিতাটির রচয়িতা কে?
(ক) শামসুর রাহমান
(খ) জীবনানন্দ দাশ
(গ) জসীমউদ্দীন
(ঘ) সুফিয়া কামাল
১৫। যে ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে, তাকে কী বলে?
(ক) প্রকৃতি
(খ) বিভক্তি
(গ) উপসর্গ
(ঘ) কারক
বিষয়: ইংরেজি (MCQ অনুশীলন)
১। Neither of the boys _____ present in the class.
(ক) are
(খ) is
(গ) were
(ঘ) have been
২। He abstained _____ drinking.
(ক) at
(খ) from
(গ) in
(ঘ) to
৩। What is the synonym of 'Diligent'?
(ক) Clever
(খ) Hardworking
(গ) Lazy
(ঘ) Cunning
৪। The phrase 'To nip in the bud' means:
(ক) To start something early
(খ) To destroy or check early
(গ) To grow slowly
(ঘ) To care for a flower
৫। The passive form of 'Who did this?' is:
(ক) By whom was this done?
(খ) This was done by whom?
(গ) Who was done this by?
(ঘ) By who this was done?
৬। Identify the adverb in the following sentence: "She sings beautifully."
(ক) She
(খ) sings
(গ) beautifully
(ঘ) The whole sentence
৭। Which of the following is the correct spelling?
(ক) Supercede
(খ) Superceed
(গ) Superseede
(ঘ) Supersede
৮। If I had known him, I _____ him.
(ক) will invite
(খ) would invite
(গ) would have invited
(ঘ) inviting
৯। It is high time you _____ your habit.
(ক) change
(খ) changed
(গ) are changing
(ঘ) will change
১০। What is the antonym of 'Flexible'?
(ক) Adjustable
(খ) Pliable
(গ) Rigid
(ঘ) Adaptable
১১। He is _____ M.A. in English.
(ক) a
(খ) an
(গ) the
(ঘ) No article
১২। The indirect speech of 'He said, "I am ill"' is:
(ক) He said that he is ill.
(খ) He said that I was ill.
(গ) He said that he had been ill.
(ঘ) He said that he was ill.
১৩। Choose the grammatically correct sentence:
(ক) He is senior than me.
(খ) He is senior to me.
(গ) He is senior from me.
(ঘ) He is senior of me.
১৪। What is the feminine gender of 'Stag'?
(ক) Hen
(খ) Doe
(গ) Lioness
(ঘ) Hind
১৫। I cannot _____ this insult anymore. (Use appropriate phrasal verb)
(ক) put up with
(খ) put down
(গ) put out
(ঘ) put away
বিষয়: সাধারণ জ্ঞান (MCQ অনুশীলন)
১। **হোমিওপ্যাথির জনক** হিসেবে কাকে গণ্য করা হয়?
(ক) হিপোক্রেটিস (Hippocrates)
(খ) স্যামুয়েল হ্যানিম্যান (Samuel Hahnemann)
(গ) এডওয়ার্ড জেনার (Edward Jenner)
(ঘ) লুই পাস্তুর (Louis Pasteur)
২। **বাংলাদেশের স্বাধীনতা** কবে ঘোষণা করা হয়েছিল?
(ক) ৭ মার্চ, ১৯৭১
(খ) ১৬ ডিসেম্বর, ১৯৭১
(গ) ২৬ মার্চ, ১৯৭১
(ঘ) ২৬ জানুয়ারি, ১৯৭১
৩। কোন ভিটামিনটি **'সূর্যের আলোকের ভিটামিন'** (Sunshine Vitamin) নামে পরিচিত?
(ক) ভিটামিন এ
(খ) ভিটামিন বি
(গ) ভিটামিন সি
(ঘ) ভিটামিন ডি
৪। **জাতিসংঘের (UN)** সদর দপ্তর কোথায় অবস্থিত?
(ক) জেনেভা
(খ) ওয়াশিংটন ডি.সি.
(গ) নিউ ইয়র্ক
(ঘ) লন্ডন
৫। বাংলাদেশের **দীর্ঘতম নদী** কোনটি?
(ক) পদ্মা
(খ) যমুনা
(গ) মেঘনা
(ঘ) সুরমা
৬। **কোষের শক্তিঘর** (Powerhouse of the cell) কোনটি?
(ক) নিউক্লিয়াস
(খ) রাইবোসোম
(গ) এন্ডোপ্লাজমিক রেটিকুলাম
(ঘ) মাইটোকন্ড্রিয়া
৭। বাংলাদেশের জাতীয় সংগীত **'আমার সোনার বাংলা'**, কার লেখা?
(ক) কাজী নজরুল ইসলাম
(খ) জীবনানন্দ দাশ
(গ) রবীন্দ্রনাথ ঠাকুর
(ঘ) জসীমউদ্দীন
৮। **বিশ্ব স্বাস্থ্য দিবস** (World Health Day) প্রতি বছর কবে পালিত হয়?
(ক) ৫ জুন
(খ) ১০ ডিসেম্বর
(গ) ৭ এপ্রিল
(ঘ) ২৪ অক্টোবর
৯। বাংলার **'বিদ্রোহী কবি'** হিসেবে কে পরিচিত?
(ক) রবীন্দ্রনাথ ঠাকুর
(খ) মাইকেল মধুসূদন দত্ত
(গ) কাজী নজরুল ইসলাম
(ঘ) সুকান্ত ভট্টাচার্য
১০। **তড়িৎ প্রবাহ** (Electric Current) পরিমাপের SI একক কী?
(ক) ভোল্ট (Volt)
(খ) ওয়াট (Watt)
(গ) ওহম (Ohm)
(ঘ) অ্যাম্পিয়ার (Ampere)
১১। বর্তমানে বাংলাদেশে কয়টি **প্রশাসনিক বিভাগ** রয়েছে?
(ক) ৬ টি
(খ) ৭ টি
(গ) ৮ টি
(ঘ) ১০ টি
১২। **'মেঘনাদ বধ কাব্য'** মহাকাব্যের রচয়িতা কে?
(ক) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
(খ) মাইকেল মধুসূদন দত্ত
(গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
(ঘ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
১৩। **জাপানের মুদ্রার নাম** কী?
(ক) ওন (Won)
(খ) ইউরো (Euro)
(গ) ইউয়ান (Yuan)
(ঘ) ইয়েন (Yen)
১৪। পৃথিবীর বায়ুমণ্ডলে **সবচেয়ে বেশি পরিমাণে** কোন গ্যাসটি আছে?
(ক) অক্সিজেন
(খ) কার্বন ডাই অক্সাইড
(গ) আর্গন
(ঘ) নাইট্রোজেন
১৫। হোমিওপ্যাথিকে **DHMS-এর পূর্ণরূপ** কী?
(ক) ডাক্তার অফ হেলথ ম্যানেজমেন্ট সার্ভিসেস
(খ) ডিপ্লোমা ইন হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি
(গ) ডিপ্লোমা ইন হেলথ অ্যান্ড মেডিকেল সায়েন্স
(ঘ) ডাক্তার অফ হোমিওপ্যাথিক মেডিকেল সায়েন্স